Wednesday, November 5, 2025

ফের মোদি সরকারের নয়া আইন, এবার সরকারি চাকরিতেও ব্যাপক ছাঁটাইয়ের আশঙ্কা

Date:

কৃষি ও শ্রম আইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তেতে উঠেছে গোটা দেশ। এরই মাঝে এক নয়া আইন(Law) দেশজুড়ে বলবৎ করতে চলেছে কেন্দ্রীয় সরকার(Government employee)। সরকারের নতুন এই আইনে এবার ঘুম ছুটেছে কর্মীদের। আইন অনুযায়ী চাকরির মেয়াদ ৩০ বছর হলেই যে কোনও দফতরের কর্মীকে বসিয়ে দিতে পারে সংশ্লিষ্ট বিভাগ। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রককে(Central ministry) ইতিমধ্যেই এই আইন লাগু করবার জন্য ছাড় দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী এখন থেকে সরকারি দফতর যদি মনে করে কোনও কর্মীর কাজ আশানুরূপ নয় সেক্ষেত্রে তাকে বসিয়ে দেওয়া হতে পারে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যেই গত তিন মাসে একাধিক সরকারি দফতর বেশ কিছু কর্মীর তালিকা তৈরি করা শুরু করেছে। সেই সমস্ত কর্মীদের কাজে খুশি নন তাদের বিভাগীয় প্রধান। অনুমান করা হচ্ছে পরবর্তী অর্থ বর্ষের আগেই বহু সরকারি কর্মী ও আধিকারিক এই আইনের জেরে চাকরি হারাতে পারেন। এক্ষেত্রে শীর্ষ আদালতে মামলা করতে পারবেন না চাকরি হারানো ওই সরকারি কর্মী। কারণ শীর্ষ আদালতে(Supreme court) এই আইনকে মঞ্জুরি দিয়েছে।

আরও পড়ুন:বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

প্রসঙ্গত, এতদিন নিয়ম ছিল সরকারি কর্মীদের বয়স অন্তত ৫৫ হলে তাঁকে স্বেচ্ছা অবসর দেওয়া হতো। তবে সরকারের নতুন নিয়ম অনুযায়ী বেশকিছু সরকারি কর্মী যারা পেনশন নিয়মের মধ্যে পড়েন না তাদের তিন মাসের মাইনে হাতে দিয়ে সংশ্লিষ্ট দপ্তর বসিয়ে দিতে পারবে। কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে চাকরিরত এমন অনেক কর্মী রয়েছেন যারা ৫০ থেকে ৫৫ বছর বয়সী এবং ৩০ বছরের চাকরিজীবন পূর্ণ করেছেন। এই সমস্ত কর্মীদের জন্যই এখন আলাদা রেজিস্টার তৈরি করা শুরু হয়েছে। তাদের কাজের সমস্ত খুঁটিনাটির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট আধিকারিক। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে গত আগস্ট মাস থেকে বলবৎ করা হবে নতুন এই আইন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version