Tuesday, May 6, 2025

উলট পুরাণ! উলেন রায়ের প্রথম ময়নাতদন্তের রিপোর্টেই সন্তুষ্ট পরিবার ও দল

Date:

উত্তরকন্যা অভিযানের সময়ে মৃত উলেন রায়ের দেহের দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি থেকে সরল পরিবার ও বিজেপি। মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে বিজেপি ও মৃতের পরিবারের আইনজীবী সৌজিত সিংহ জানান, তাঁরা প্রথম রিপোর্টে সন্তুষ্ট। দ্রুত দেহ সৎকারের জন্য চান তাঁরা।
বিচারক দেহ মৃতের পরিবারের হাতে তুলে দিতে বলেছেন। সেই মত বুধবার উলেন রায়ের দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে নিয়ে যাবেন বাড়ির লোকেরা।

দেহ নিয়ে মিছিল হবে কিনা তা ঠিক হয়নি। তবে মিছিল হতে পারে বলে বিজেপির একটি সূত্র দাবি করেছে। তা শোক মিছিল হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। গত ৭ ডিসেম্বর অভিযানের সময়ে উলেন রায়ের মৃত্যু হয়। ময়না তদন্তে শট গানের ছররায় মৃত্যু বলা হয়। তিন চিকিৎসক তদন্তে ছিলেন। তবে বিজেপি ও বাড়ির লোকেরা দ্বিতীয় বার ময়না তদন্তের আর্জি জানান আদালতে। আদালত সেই আর্জি মেনে নেয়। কিন্তু পুলিশ জেলা দায়রা জজের আদালতে যায়। সেখানে আগের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। এর পরে উচ্চ আদালতে ফের শুনানি হয়। এদিন আদালতে ময়না তদন্তের রিপোর্ট পেশ হয়। বিজেপি জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই তারা চলবে। উলেনের পরিবার জানায়, তাঁরা দ্রুত সৎকার করতে চান। দেহ বাড়ির পাশেই সমাধিস্থ করে সেখানে মন্দির তৈরি করতে চান তাঁরা।

আরও পড়ুন-পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

Related articles

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...
Exit mobile version