Friday, August 22, 2025

দলবদল ভেস্তে যাওয়ায় সভামঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায( Mukul Roy)। মঙ্গলবার চাকদহের শিমুরালি মনসাপোতার মাঠে বিজেপির নদিয়া দক্ষিণ জেলা তপশিলি মোর্চার সভায় অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবেন বলে খবর ছিল। কিন্তু কেউই আসেনি। তাতে ক্ষুব্ধ হন মুকুল । এর জন্য স্থানীয় নেতৃত্তের ব্যর্থতাকে দায়ী করে নেতৃত্তের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন ওদের কথায় ভালোবেসে আমি এখানে এসেছি । কেউ বিশ্বাসের অমর্যাদা করলে আমি ভালোভাবে নিই না ।

যোগদান হচ্ছে না জানতে পারলে আমি আসতাম না। অন্যদিকে তপশিলি মোর্চার জেলা সভাপতি তারক সরকারের দাবি, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত সদস্যসহ বিভিন্ন স্তরের তৃণমূল কর্মীরা আমাদের দলে যোগ দেওয়ার কথা ছিল । কিন্তু কিছুদিন আগে তৃণমূল থেকে আমাদের দলে আসা বিজেপি নেতারা এ ব্যাপারে আপত্তি জানায় । তাই যোগদান পর্ব বাতিল করা হয়েছে ভবিষ্যতে হয়তো তাদের আবার নেওয়া হবে।

আরও পড়ুন:শুভেন্দুর সঙ্গেই শিবিরবদল করছেন শীলভদ্র দত্ত ? জল্পনা তৃতীয় নাম নিয়েও

এদিন মুকুল বলেন রাজনীতিট‍ আমি খুব একটা খারাপ বুঝি না । গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলাম আমরা ২০ থেকে ২২ টা আসন পাব। আঠারোটা পেয়েছি। অল্পের জন্য আরামবাগ এবং মালদা জিততে পারিনি। আমি বলে যাচ্ছি বিধানসভা নির্বাচনে তৃণমূল ১০০ আসন পাবে না। যতই ওরা সংখ্যালঘু-সংখ্যাগুরুর হিসাব করুন না কেন।

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version