Monday, May 12, 2025

সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ( Biman Bandyopadhyay) বিধানসভায় না থাকায় সচিবের কাছে ইস্তফা দেন তিনি। অধ্যক্ষকে ইমেলে ইস্তফাপত্র পাঠান। দীর্ঘদিন ধরেই তাঁর ইস্তফা নিয়ে রাজ্য রাজনীতি আলোচনা চলছিল। ইস্তফার পরেই তাঁর দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম সব দলির নেতারা মন্তব্য করেন।

এই পদত্যাগ প্রসঙ্গে তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়( Kalyan Benarjee) বলেন, “গিয়েছে, ভালোই হয়েছে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো”।

তবে শুভেন্দুকে ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন যিনি, সেই সাংসদ সৌগত রায়(Sougata Roy) অবশ্য কিছুটা সংযত মন্তব্য করেছেন। তবে তাঁর মতে, এটা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই সবকিছুই পদের জন্য। কেউ যদি দলে থেকে মন্ত্রিত্ব পরেও উপমুখ্যমন্ত্রী, এমনকী মুখ্যমন্ত্রীর পদ চেয়ে বসেন, তাহলে সব উচ্চাশা পূরণ করা সম্ভব নয়। নীতি বা আদর্শ নয়, পদের লোভেই এই সিদ্ধান্ত বলে মন্তব্য করেন সৌগত।

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। শনিবার, মেদিনীপুরে অমিত শাহের জনসভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভেন্দু সম্পর্কে বিজেপি নেতারা কি বলছেন সে দিকেই নজর সবার। “দলে এলে স্বাগত জানাব। আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি”। শুভেন্দুর ইস্তফা নিয়ে প্রতিক্রিয়ায় বলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি (BJP) নেতা মুকুল রায় (Mukul Roy) বলেন, “গণ আন্দোলনের থেকে উঠে আসা একজন মানুষ শুভেন্দু তার পক্ষে সরকারের অপশাসন মেনে নেওয়া সম্ভব নয়”।

আরও পড়ুন:Breaking: ইস্তফার পদ্ধতি ভুল, বিধায়ক থাকছেন শুভেন্দু

বাম বিধায়ক (MLA) তথা সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujun Chakrabarty) অবশ্য বলেন, একজন পরিণত বয়স্ক মানুষ, যে দলে ইচ্ছে থাকবেন বা থাকবেন না সেটা একান্তই ব্যক্তিগত মত।

Related articles

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...

দেশের স্বার্থ বিরোধী: অশান্তির পরিস্থিতিতে বামেদের মিছিলকে ধুইয়ে দিলেন কুণাল

পাকিস্তানী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যখন কেন্দ্রের সরকার অপারেশন সিন্দুর-এর মতো অভিযান চালাচ্ছে দেশের সেনা, সেই সময় পাশে দাঁড়িয়েছে গোটা...

ঝাড়গ্রামে ‘সাদা পাহাড়’ ঘিরে নয়া পর্যটন কেন্দ্র

ঝাড়গ্রামের (Jhargram) পর্যটন পরিকাঠামোয় বড়সড় উন্নয়নে পদক্ষেপ করছে রাজ্য। বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’ বা স্থানীয়দের কথায় ‘চেতন ডুংরি’ এলাকায়...

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...
Exit mobile version