Tuesday, August 26, 2025

রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

Date:

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই রাজ্যপালকে (Governor) বিস্ফোরক চিঠি শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। নিজের উদ্বেগের কথা জানিয়ে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপালে হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন শুভেন্দু। চিঠিতে তিনি অভিযোগ করেন, অবস্থান বদলাতেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। পুলিশ-প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে। তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেওয়া হচ্ছে।

চিঠি পাওয়ার পরেই সেটি টুইটারে(Twitter) প্রকাশ করেন জগদীপ ধনকড় (JagdeepDhankar)। নিজের টুইটার হ্যান্ডলে চিঠি পোস্ট করে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Benarjee) ‘ট্যাগ’ করেন।

রাজ্যপাল লেখেন, “প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমার কাছে পুলিশি হয়রানি থেকে বাঁচতে হস্তক্ষেপের আবেদন করেছেন। তিনি লিখেছেন রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি মামলা আনা শুরু করেছে”।

চিঠিতে শুভেন্দু লেখেন, জনস্বার্থেই মন্ত্রিত্ব ত্যাগ করেছেন তিনি। কিন্তু তাঁর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। অভিযোগের তির সরাসরি পশ্চিমবঙ্গ (West Bengal) ও কলকাতা পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে। শুভেন্দু লিখছেন, “রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে আমি আপনার হস্তক্ষেপ চাইতে বাধ্য হচ্ছি”।

তিনি লেখেন, বিগত ২৫ বছর ধরে তিনি জনজীবনে রয়েছেন। অত্যন্ত দায়বদ্ধতা নিয়ে জনসেবা করেছেন। লিখেছেন, “আমার রাজনৈতিক অবস্থান বদলের পর প্রশাসনের উচ্চপদস্থরা রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে নেমেছেন। রাজনৈতিক অভিসন্ধির কারণে আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে পুলিশি অত্যাচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমি আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছি’।

শুভেন্দু অধিকারীর ইস্তফা নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনা চলছে। এর মধ্যেই বুধবার বিকেলে বিধায়কের পদ থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু তারপরে রাজ্যপালকে লেখা তাঁর এই বিস্ফোরক চিঠি নিয়ে আলোচনার তুঙ্গে। তবে রাজনৈতিক মহলের অনেকের মতে, শুভেন্দুর চিঠি থেকেই স্পষ্ট তিনি কোন দলে যাচ্ছেন। কারণ, তাঁর চিঠির বয়ান বিজেপি(BJP) নেতাদের অভিযোগের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে।

আরও পড়ুন- “জেলা সভাপতি হিসেবে এটাই আমার শেষ বক্তব্য”, জিতেন্দ্র তিওয়ারির ইঙ্গিতপূর্ণ বার্তা

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version