Saturday, August 23, 2025

কথায় বলে আপনার ভবিষ্যৎ (Future) আপনার হাতের মুঠোয়। কোনও ব্যক্তির হাতের রেখা (Palm astrology)দেখে বলে দেওয়া যায় তার অতীত-বর্তমান-ভবিষ্যৎ। সবারই হাতের তালুতে প্রচুর রেখা থাকে যা সাধারণত বোধগম্য হয় না । কিন্তু খুব কাছ থেকে খতিয়ে দেখলে দেখা যাবে বিশেষ একটি বর্ণের ছবি সেখানে অবস্থান করছে। জ্যোতিষীরা এটা খুব ভালো বুঝতে পারেন। যদি কারোর হাতের তালুতে অন্য অসংখ্য রেখার মধ্যেও এম (M) বর্ণটি থাকে তাহলে জ্যোতিষশাস্ত্র(Astrology) অনুযায়ী সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হন।

পুরুষদের (For men)হাতে এইরকম এম(M) চিহ্ন থাকে তাহলে,

১) তিনি প্রতিশ্রুত মান এবং অনুভূতিপ্রবণ হন।
২) জীবনে অনেক সাফল্য, খ্যাতি ও সম্মান অর্জন করেন।
৩) এই ব্যক্তিরা কখনোই কারো সঙ্গে প্রতারণা করে না। তাই এদের চোখ বন্ধ করে ভরসা করা যায়।
৪) এই ব্যাক্তিরা ধনী এবং প্রভাবশালী হিসেবে সমাজে জায়গা করে নিতে পারেন।
৫) যে কোনো কাজেই এরা সফল হবেন।
৬) জীবনসঙ্গীর সঙ্গে এঁদের খুব ভাল সম্পর্ক থাকে । যে কোনো পরিস্থিতিতে এরা জীবনসঙ্গীর পাশে দাঁড়াতে পারেন।

মহিলার (For women)হাতে এম চিহ্ন থাকে। তাহলে,?
১) তিনি অত্যন্ত ভাগ্যবতী এবং পুরুষদের থেকে বেশি ক্ষমতাশালী হয়ে থাকেন।
২)এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমান, মেধাবী ও চালাক হন।
৩) প্রেমিক এবং প্রেমিকার হাতে যদি এই একই রেখা থাকে তাহলে তাঁরা ভবিষ্যতে সার্থক দম্পতি হিসেবে সম্মানীয় হয়ে থাকেন।
৪) সন্তান পালনের ক্ষেত্রে এই মহিলারা বেশ অনেকটাই এগিয়ে থাকেন।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই আসানসোল পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র

নারী-পুরুষ নির্বিশেষে কেমন হয় এরা :
১) মে কোনো পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারেন, অসুবিধে হয় না ।
২)এরা বেশ রহস্যজনক।
৩)সব কিছুতেই এরা পারদর্শী হয়ে ওঠেন।
৪) বিবাহিত জীবন খুব সুখের হয়।
৫)এদের প্রচুর অর্থ প্রাপ্তি হয়

যদি আপনার হাতে এরকম চিহ্ন থেকে থাকে তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি অত্যন্ত সৌভাগ্যবান।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version