Sunday, November 9, 2025

শনিবার জনসভার মাঠে একই চপারে নামবেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী: সূত্র

Date:

দু’দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। আগামীকাল শনিবার প্রথম দিন কলকাতা ও জেলায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। তবে সকলের নজর অমিত শাহের পশ্চিম মেদিনীপুর (West Medinipur) কেশপুর (Keshpur) জনসভার দিকে। কারণ, অমিত শাহ-এর এই জনসভা হয়ে উঠতে পারে “যোগদান মেলা”, অর্থাৎ রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা ঘাসফুল পদ্মফুলের পতাকা হাতে তুলে নেবেন। একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বাংলার রাজনৈতিক মহলে খুব তাৎপর্যপূর্ণ।

সূত্রের খবর, শনিবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগদান কার্যত নিশ্চত। অমিত শাহের কেশপুরের সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখাবেন সদ্য প্রাক্তন তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

তবে চমক অন্য জায়গায়। বিজেপি( BJP) ও শুভেন্দু শিবির সূত্রে খবর, শাহের সঙ্গে একই চপারে সভাস্থলে নামবেন শুভেন্দু। ওই সভাতেই শুভেন্দুর সঙ্গে শাসক দলের আরও ১০ জন বিধায়ক যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। তবে শুভেন্দু বাদে বাকিদের যোগদান সম্পূর্ণভাবে জল্পনার পর্যায়ে।

এদিকে, গত বৃহস্পতিবার বিধানসভায় স্পিকারের সচিবালয়ে ইস্তফাপত্র দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেখানে “ত্রুটি” থাকায় শুভেন্দুর পদত্যাগপত্র গ্রহণ করেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) গোটা বিষয়টি আগামী সোমবারের আগে পরিষ্কার হবে না। ওইদিন দুপুর ২টোয় শুভেন্দু অধিকারীকে তলব করেছেন বিধানসভার অধ্যক্ষ। সশরীরে বিধানসভায় হাজির হবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। ফলে শনিবার শুভেন্দু যদি বিজেপিতে যোগদান করেন, সেক্ষেত্রে তিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেই দল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন- “বিজেপিতে যাবো না, শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই”, অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version