Wednesday, November 5, 2025

কথায় আছে, জ্যান্ত বাঘের থেকেও, আহত বাঘ (বাঘিনী) খুব বেশি ভয়ঙ্কর হয়। কথাটা যে কতটা সত্যি, তা আরও একবার প্রমাণ হওয়ার অপেক্ষায়। আগামি ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নেহাল দত্ত পরিচালিত ‘বাঘিনী: বেঙ্গল টাইগ্রেস’ (Baghini : Bengal Tigress)। ছবিটি গত বছর অর্থাৎ ২০১৯ এ রিলিজ করার কথা থাকলেও, আইনি জটে আটকে যায় ছবি মুক্তি।

ছবির পরিচালক নেহাল দত্ত (Nehal Dutta) জানিয়েছেন, গত বছরের ১৪ জুন রিলিজ করার কথা ছিল ছবিটি। কিন্তু, তার আগেই বিজেপি (BJP) ও বামপন্থীরা (Left Front) নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানায় যে ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) বায়োপিক এবং সেই কারণে এই ছবি রিলিজ করা ঠিক নয়। তাদের সম্মতিতেই রায় দেয় নির্বাচন কমিশন। আটকে যায় ছবি মুক্তি। তবে পরিচালকের দাবি, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। ইন্দিরা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প।

পরিচালক জানালেন, ইতিমধ্যেই দুটি হলের মালিকের কাছে এসেছে হুমকি ফোন। বলা হয়েছে যাতে ওই ছবি সেখানে দেখানো না হয়। খানাকূলের (Khanakul) মামনি হল ও পূর্ব মেদিনীপুরের (East Midnapore) চণ্ডিপুরের চিত্রাঞ্জলি হলে পোস্টার লাগাতে গিয়ে বাধা পেয়েছেন হলের লোকজন। এত কিছুর পরেও, হার মানতে নারাজ পরিচালক ও তাঁর টিম। ছবি হিট হবেই, আশাবাদী তিনি।

একই আশা প্রযোজক পিঙ্কি পালের মনেও। তাঁর কথায়, ” যখনই ছবি রিলিজ করার কথা চলছে, তখনই কোনই কোনও না কোনও কারণে আটকে যাচ্ছে ছবিটি। তবে আশা করছি, এবার আর কোনও বাধা পড়বে না।” তিনি প্রশ্ন তুলেছেন, “একজন সাধারণ মানেষের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই লেখা হয়েছে ছবির গল্প। সেটা তো দোষের কিছু না। কিন্তু মানুষের কাছে পৌঁছানোর আগেই ছবিটা আটকে দেওয়া হচ্ছে কেন? এতে অবশ্য আমাদের মনেই বেশি সাহস চলে আসছে, যে ছবি সুপারহিট হবেই।” তিনি আরও জানালেন, ওটিটি নয়, জনসাধারণের কথা ভেবেই সিনেমা হলে রিলিজ করা হচ্ছে সিনেমাটি।

আরও পড়ুন : বলিউডে মাদক কাণ্ডে এবার NCB-র রাডারে করণ জোহর

দক্ষিণ কলকাতার (South Kolkata) এক নিম্নবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ে ইন্দিরা, কী ভাবে লড়াইয়ের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে নিলেন, ছবিতে তাই দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক। ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন রুমা চক্রবর্তী। তাঁর কথায়, “অনেক খেটে একটা ছবি তৈরি করা হয়। আশা করব দর্শকদের খুবই পছন্দ হবে ছবির গল্প।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version