Tuesday, December 16, 2025

শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দলে পেয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলকে ( Tmc)। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতিবাজ, তোলাবাজির অভিযোগ তুলে বিধানসভা নির্বাচনে বিজেপিকে (Bjp) সুযোগ দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সবাইকে সুযোগ দিয়েছে বাংলার মানুষ। এবার একবার বিজেপিকে রাজ্য শাসনের সুযোগ দেওয়ার আহ্বান জানান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দু’শোর বেশি আসন (Seat) নিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ।

শনিবার, মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি যোগ দেন তৃণমূল (Tmc), কংগ্রেস (Congress) এবং বামেদের (Left) বিধায়ক, প্রাক্তন সাংসদ-সহ নেতা-কর্মী।দলবদলের প্রসঙ্গে অমিত বলেন, অনেক ভাবনা-চিন্তা করেই দলবদল করেন কোন মানুষ।

এদিন, বিজেপিতে যোগ দিয়েছেন মোট ১০ বিধায়ক। এই পরিসংখ্যানকে হাতিয়ার করে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ তো সবে শুরু। আরও অনেক বাকি আছে”।

অমিত শাহ বলেন, ‘‘এক সময় তৃণমূল মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগানে পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আমফানের টাকা তৃণমূল কর্মীদের পকেটে ঢুকেছে। এ বিষয়ে হাইকোর্টে মামলার কথা উল্লেখ করেন তিনি।

‘আয়ুষ্মান ভারত’ বা ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’র মতো কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে কার্যকর না করা নিয়েও সরব হন অমিত শাহ।

এদিনই সভা মঞ্চ থেকে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কনভয় হামলার ঘটনার নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

Related articles

এসআইআরের পর বঙ্গে প্রকাশিত ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা

রাজ্যে এসআইআরের (SIR) কাজ শেষ, সুচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রকাশিত হল ভোটারদের পূর্ণাঙ্গ খসড়া তালিকা (Draft Voter list)।...

যুবভারতী কাণ্ডে প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’ গঠন করে তদন্তের সুপারিশ অবসরপ্রাপ্ত বিচারপতির

যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuvabharati Stadium Incident) মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃংখল পরিস্থিতি তৈরি হয় তার তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

মঙ্গলের ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে একের পর এক বাস-গাড়ির সংঘর্ষ, মৃত অন্তত ৪

মঙ্গলবার ভোরে উত্তরপ্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। সকালের আলো ভালো করে ফোটার আগেই রাত ভোর ৪টে নাগাদ...

থ্রিলারের মুখোশে সমাজের অস্বস্তিকর আয়না দেখাল আতিউল ইসলামের ‘দানব’

বদলে গেছে বাংলা ছবির খোলনলচে। চিরাচরিত রোম্যান্টিক ফ্রেমের বাইরে দাঁড়িয়ে কঠিন সত্যিকে সাহসী পদক্ষেপে সকলের সামনে তুলে ধরার...
Exit mobile version