Wednesday, November 5, 2025

শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দলে পেয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলকে ( Tmc)। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতিবাজ, তোলাবাজির অভিযোগ তুলে বিধানসভা নির্বাচনে বিজেপিকে (Bjp) সুযোগ দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সবাইকে সুযোগ দিয়েছে বাংলার মানুষ। এবার একবার বিজেপিকে রাজ্য শাসনের সুযোগ দেওয়ার আহ্বান জানান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দু’শোর বেশি আসন (Seat) নিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ।

শনিবার, মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি যোগ দেন তৃণমূল (Tmc), কংগ্রেস (Congress) এবং বামেদের (Left) বিধায়ক, প্রাক্তন সাংসদ-সহ নেতা-কর্মী।দলবদলের প্রসঙ্গে অমিত বলেন, অনেক ভাবনা-চিন্তা করেই দলবদল করেন কোন মানুষ।

এদিন, বিজেপিতে যোগ দিয়েছেন মোট ১০ বিধায়ক। এই পরিসংখ্যানকে হাতিয়ার করে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ তো সবে শুরু। আরও অনেক বাকি আছে”।

অমিত শাহ বলেন, ‘‘এক সময় তৃণমূল মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগানে পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আমফানের টাকা তৃণমূল কর্মীদের পকেটে ঢুকেছে। এ বিষয়ে হাইকোর্টে মামলার কথা উল্লেখ করেন তিনি।

‘আয়ুষ্মান ভারত’ বা ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’র মতো কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে কার্যকর না করা নিয়েও সরব হন অমিত শাহ।

এদিনই সভা মঞ্চ থেকে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কনভয় হামলার ঘটনার নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...
Exit mobile version