Tuesday, August 26, 2025

শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দলে পেয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরের সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলকে ( Tmc)। শাসকদলের বিরুদ্ধে দুর্নীতিবাজ, তোলাবাজির অভিযোগ তুলে বিধানসভা নির্বাচনে বিজেপিকে (Bjp) সুযোগ দেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সবাইকে সুযোগ দিয়েছে বাংলার মানুষ। এবার একবার বিজেপিকে রাজ্য শাসনের সুযোগ দেওয়ার আহ্বান জানান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। দু’শোর বেশি আসন (Seat) নিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠিত হবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ।

শনিবার, মেদিনীপুরে কলেজ মাঠে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপি যোগ দেন তৃণমূল (Tmc), কংগ্রেস (Congress) এবং বামেদের (Left) বিধায়ক, প্রাক্তন সাংসদ-সহ নেতা-কর্মী।দলবদলের প্রসঙ্গে অমিত বলেন, অনেক ভাবনা-চিন্তা করেই দলবদল করেন কোন মানুষ।

এদিন, বিজেপিতে যোগ দিয়েছেন মোট ১০ বিধায়ক। এই পরিসংখ্যানকে হাতিয়ার করে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এ তো সবে শুরু। আরও অনেক বাকি আছে”।

অমিত শাহ বলেন, ‘‘এক সময় তৃণমূল মা-মাটি-মানুষ স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু এখন সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপোবাদের স্লোগানে পরিণত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আমফানের টাকা তৃণমূল কর্মীদের পকেটে ঢুকেছে। এ বিষয়ে হাইকোর্টে মামলার কথা উল্লেখ করেন তিনি।

‘আয়ুষ্মান ভারত’ বা ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’র মতো কেন্দ্রীয় প্রকল্প এ রাজ্যে কার্যকর না করা নিয়েও সরব হন অমিত শাহ।

এদিনই সভা মঞ্চ থেকে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J P Nadda) কনভয় হামলার ঘটনার নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন-অভিষকই ফ্যাক্টর, বারবার বুঝিয়ে দিলেন অমিত শাহ থেকে শুভেন্দু

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version