Tuesday, November 11, 2025

‘তৃণমূল ৩ অঙ্ক পার করতে পারবে না’, শুভেন্দুকে পাশে পেয়ে হুঙ্কার মুকুলের

Date:

তৃণমূল(TMC) ছেড়ে বিজেপিতে(BJP) যোগ দেওয়ার পর দক্ষতার সঙ্গে তলে তলে পুরনো দল ভাঙার কাজটা চালিয়ে গিয়েছেন বিজেপির বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়(Mukul Roy)। সেই তালিকায় তাঁর নবতম ‘শিকার’ শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শনিবার অমিত শাহের(Amit Shah) উপস্থিতিতে মেদিনীপুরের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন শুভেন্দু অধিকারী। এর ঠিক পর পুরনো সহকর্মীকে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত দেখাল মুকুল রায়কে। মেদিনীপুরের ময়দানে মমতাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মুকুল বললেন আগামী নির্বাচনে তৃণমূল ৩ অংক পার করতে পারবে না।

শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় তৃণমূল, কংগ্রেস, সিপিআই, সিপিআইএম সহ একাধিক রাজনৈতিক দলের ৪৩ জন রাজনৈতিক নেতা বিজেপিতে যোগদান করেন। তবে তাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিজেপি যোগে রাজ্যে গেরুয়া বাহিনীর শক্তি অনেকখানি বেড়ে গেল তা বুঝিয়ে দিয়ে এদিন মুকুল রায় বলেন, ‘শুভেন্দু আমার অনেকদিনের সহকর্মী। একসঙ্গে অনেক লড়াই করেছি আমরা। দলে শুভেন্দুকে আমি স্বাগত জানাচ্ছি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর মমতার বিরুদ্ধে আমাদের আন্দোলনে নতুন মাত্রা পেল।’ এরপর মমতাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মুকুল জানিয়ে দেন, ‘মমতা বন্দোপাধ্যায়ের যত লাফালাফি করুন আজ বলে রাখছি তৃণমূল ৩ অংক পার করতে পারবে না।’ একই সঙ্গে মুকুল রায় এটাও জানান, ‘লিখে রাখুন এই সরকার খুব শিগগিরই শুভেন্দুর বিরুদ্ধে দাঁত-নখ বের করবে।’

আরও পড়ুন:তৃণমূল কর্মীদের খোলা চিঠি শুভেন্দুর

এর পাশাপাশি মুকুল রায়কে ‘বড় দাদা’ সম্মান দিয়ে এদিন মুখ খুলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, ‘মুকুলদা আমাকে বারবার ফোন করে বলেছে শুভেন্দু যদি আত্মসম্মান থাকে তবে চলে আয়। ওখানে থাকিস না।’ বলার অপেক্ষা রাখে না মুকুলের সেই ডাকে সাড়া দিয়ে এদিন গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন মেদিনীপুরের নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...
Exit mobile version