Friday, November 14, 2025

নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দুকে নেওয়ার পরদিন এই বিজেপি নেতা কী বললেন শুনুন!

Date:

নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূল-ত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে গতকালই বিজেপিতে বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরদিন উল্টো সুর বিজেপিরই আরেক প্রভাবশালী নেতার গলায়। রবিবার হুগলির চুঁচুড়ায় দলীয় বৈঠকে যোগ দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। গতবার উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের সময় তিনিই ছিলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি। এহেন প্রভাবশালী বিজেপি নেতা বাংলায় দলের প্রচারে এসে বললেন, আমাদের দলে ভ্রষ্টাচারীদের জায়গা নেই। শনিবার নারদ ঘুষকান্ডে অভিযুক্ত শুভেন্দুকে সাদরে দলে নিয়েছেন অমিত শাহ। আর তার পরদিন মৌর্যের কথা শুনে অবাক সবাই।

বিজেপির হুগলি জেলায় সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মৌর্য। সেখানে তিনি বলেন, “ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোনও জায়গা নেই।” নারদকান্ডে নাম জড়ানো শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুঁচুড়ায় এসে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপিশাসিত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। শুরুতেই তিনি পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বলেন, “তৃণমূল কংগ্রেসে দুর্নীতিপরায়ণ নেতার সংখ্যা এত বেশী যে সেই সমস্ত নেতাদের বাদ দিলে আর তৃণমূলে কেউ থাকবে না।” তাঁর দাবি, “সবাই ভাবছেন দুর্নীতিপরায়ণ নেতারা বিজেপিতে আসলে বিজেপি তাদের গ্রহণ করবে। কিন্তু তা ঠিক নয়।” মৌর্যের ব্যাখ্যা, “বিজেপি একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়। আর সেখানে যারা আছেন তাঁরাই ঠিক করেন কাকে নেওয়া হবে আর কাকে নয়। দুর্নীতিগ্রস্তদের আমরা সংরক্ষণ দিই না, সাজা দিই।”

আরও পড়ুন- ঝাঁঝ বাড়ছে কৃষক আন্দোলনের, সোমবার ফের অনশনে অন্নদাতারা

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version