Sunday, August 24, 2025

নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দুকে নেওয়ার পরদিন এই বিজেপি নেতা কী বললেন শুনুন!

Date:

নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূল-ত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে গতকালই বিজেপিতে বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরদিন উল্টো সুর বিজেপিরই আরেক প্রভাবশালী নেতার গলায়। রবিবার হুগলির চুঁচুড়ায় দলীয় বৈঠকে যোগ দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। গতবার উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের সময় তিনিই ছিলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি। এহেন প্রভাবশালী বিজেপি নেতা বাংলায় দলের প্রচারে এসে বললেন, আমাদের দলে ভ্রষ্টাচারীদের জায়গা নেই। শনিবার নারদ ঘুষকান্ডে অভিযুক্ত শুভেন্দুকে সাদরে দলে নিয়েছেন অমিত শাহ। আর তার পরদিন মৌর্যের কথা শুনে অবাক সবাই।

বিজেপির হুগলি জেলায় সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মৌর্য। সেখানে তিনি বলেন, “ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোনও জায়গা নেই।” নারদকান্ডে নাম জড়ানো শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুঁচুড়ায় এসে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপিশাসিত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। শুরুতেই তিনি পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বলেন, “তৃণমূল কংগ্রেসে দুর্নীতিপরায়ণ নেতার সংখ্যা এত বেশী যে সেই সমস্ত নেতাদের বাদ দিলে আর তৃণমূলে কেউ থাকবে না।” তাঁর দাবি, “সবাই ভাবছেন দুর্নীতিপরায়ণ নেতারা বিজেপিতে আসলে বিজেপি তাদের গ্রহণ করবে। কিন্তু তা ঠিক নয়।” মৌর্যের ব্যাখ্যা, “বিজেপি একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়। আর সেখানে যারা আছেন তাঁরাই ঠিক করেন কাকে নেওয়া হবে আর কাকে নয়। দুর্নীতিগ্রস্তদের আমরা সংরক্ষণ দিই না, সাজা দিই।”

আরও পড়ুন- ঝাঁঝ বাড়ছে কৃষক আন্দোলনের, সোমবার ফের অনশনে অন্নদাতারা

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version