Friday, October 31, 2025

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ নেপালের প্রধানমন্ত্রীর

Date:

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর সরকার ফলস্বরুপ জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি(KP Sharma oli)। সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই। দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক বৈঠকের শেষে রবিবার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছিলেন নেপালের প্রধানমন্ত্রী(Nepal Prime minister)। সেখানেই তিনি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সুতরাং এই সরকার ভেঙে দেওয়া হোক।

করোনাভাইরাস(Coronavirus), দেশের অর্থনীতি(Economy) সহ আরও একাধিক ইস্যুতে নেপাল রাজনীতিতে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সরকারের ব্যর্থতার একের পর এক উদাহরণ তুলে ধরে ক্রমাগত চাপ বাড়িয়ে চলছিল বিরোধীরা। এর পাশাপাশি সংবিধান পরিষদীয় আইন-এর অধ্যাদেশের বিষয়টি নিয়ে নেপাল রাজনীতিতে রীতিমতো সংঘাত শুরু হয়। নিজের দলের অন্দরেও ওলি বিরোধী ক্ষোভ জমতে শুরু করে। সবকিছু মিলিয়ে নেপালে রাজনৈতিক অসন্তোষ চরমে ওঠে। যার জেরে শেষমেশ সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

এ প্রসঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির(Communist Party) কেন্দ্রীয় সদস্য বিষ্ণু রিজাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন যার জেরে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন।’ পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির অন্য আরেক নেতা মাধব নেপালকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক। ফলস্বরূপ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’

Related articles

সুপার কাপে চূড়ান্ত অব্যবস্থা! ফের কল্যাণকে তোপ বাইচুংয়ের

গোয়াতে চলছে সুপার কাপ(Super Cup)। কিন্তু তাড়াহুড়ো করে আয়োজন করতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থা সুপার কাপ জুড়ে। এই ঘটনায়...

এ জিনিস শুধু কলকাতাতেই সম্ভব! এবার ‘ভিজে বইয়ের বইমেলা’

বাঙালির বইয়ের প্রতি টান যে চিরন্তন, মোবাইল-রিল আর কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও যে সেটা কোনওভাবেই হারিয়ে যায়নি, তা আরও...

অত্যাধুনিক পদ্ধতিতে কুট্টুসের শরীর থেকে মেরজাব বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

এক পোষ্যের রক্ত আরেক পোষ্যকে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। এবার সেতারের মেরজাব (Plectrum) খেয়ে ফেলা...

যোগীরাজ্যে বাংলা বলার অপরাধে ‘খুন’ পরিযায়ী শ্রমিক!

এবার যোগীরাজ্যে (Uttar Pradesh) বাংলা বলার অপরাধে খুন! বীরভূমের কসবার পর এবার নানুর। সম্প্রতি বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের...
Exit mobile version