Monday, May 5, 2025

সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ নেপালের প্রধানমন্ত্রীর

Date:

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তাঁর সরকার ফলস্বরুপ জরুরি বৈঠক ডেকে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি(KP Sharma oli)। সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই। দ্য কাঠমান্ডু পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক বৈঠকের শেষে রবিবার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছিলেন নেপালের প্রধানমন্ত্রী(Nepal Prime minister)। সেখানেই তিনি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সুতরাং এই সরকার ভেঙে দেওয়া হোক।

করোনাভাইরাস(Coronavirus), দেশের অর্থনীতি(Economy) সহ আরও একাধিক ইস্যুতে নেপাল রাজনীতিতে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। সরকারের ব্যর্থতার একের পর এক উদাহরণ তুলে ধরে ক্রমাগত চাপ বাড়িয়ে চলছিল বিরোধীরা। এর পাশাপাশি সংবিধান পরিষদীয় আইন-এর অধ্যাদেশের বিষয়টি নিয়ে নেপাল রাজনীতিতে রীতিমতো সংঘাত শুরু হয়। নিজের দলের অন্দরেও ওলি বিরোধী ক্ষোভ জমতে শুরু করে। সবকিছু মিলিয়ে নেপালে রাজনৈতিক অসন্তোষ চরমে ওঠে। যার জেরে শেষমেশ সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করলেন নেপালের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

এ প্রসঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির(Communist Party) কেন্দ্রীয় সদস্য বিষ্ণু রিজাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন যার জেরে সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন।’ পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির অন্য আরেক নেতা মাধব নেপালকে উদ্ধৃত করে এক সংবাদ সংস্থা জানিয়েছে, ‘পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অসাংবিধানিক। ফলস্বরূপ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।’

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version