Wednesday, November 5, 2025

“জয় বাংলা”, অশোকনগরে গ্যাস উৎপাদন কেন্দ্রের উদ্বোধনে বিজেপি মন্ত্রীর মুখে এই স্লোগান

Date:

তৃণমূলের (TMC) স্লোগান বিজেপির (BJP) মন্ত্রীর মুখে। বললেন ‘জয় বাংলা’। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (petroleum Minister Dharmendra Pradhan) তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রের সূচনা করতে এসে এমন স্লোগানই দেন। বলেন,” আমরা একদিকে যেমন সোনার বাংলা গড়ব পাশাপাশি জয় বাংলা স্লোগানও তুলব।”

রবিবার সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগরে দেশের অষ্টম তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রের সূচনা করেন ধর্মেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, “প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তির বলে দেশ অনেক বেশি আত্মনির্ভর হচ্ছে। পূর্ব ভারতে আরও বেশি সাফল্য মিলছে। আমরা একদিকে যেমন সোনার বাংলা গড়ব পাশাপাশি জয় বাংলা স্লোগানও তুলব।”

২০১৮ সালে ONGC অশোকনগরের বাইগাছিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায়। জমি অধিগ্রহণে প্রথম দিকে কিছুটা সমস্যা হলেও রাজ্য সরকারের হস্তক্ষেপের তা মিটে যায়। এদিন ধর্মেন্দ্র আরও বলেন, “খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র হওয়া মানে স্থানীয় অর্থনীতির উন্নতি হওয়া। বাংলার উন্নতি হওয়া। এখান থেকে উত্তোলিত তেল ট্যাঙ্কারে করে হলদিয়া শোধনাগারে যাবে। বাড়বে স্থানীয়দের কর্মসংস্থান। আমাদের সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণ হবে। এখনো পর্যন্ত বাইগাছি প্রকল্পে তিন হাজার কোটিরও বেশি টাকা লগ্নি করেছে ওএনজিসি। ভবিষ্যতে লগ্নি আরও বাড়বে।”

কিন্তু কথা হচ্ছে ‘জয় হিন্দ’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় তৃণমূলের নেতা-নেত্রীদের। ২১ বছরের সম্পর্ক চুকিয়ে শনিবার মেদিনীপুরে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলের ‘জয় হিন্দ’ স্লোগান দেন। আর রবিবার কেন্দ্রের বিজেপি মন্ত্রীর মুখে এদিন শোনা গেল ‘জয় বাংলা’ স্লোগান। তবে কি বিজেপির স্লোগানের স্টক খালি?

উল্লেখ্য, গত ৭০ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে খনিজ তেল এবং গ্যাসের সন্ধান করছে ONGC। উত্তর ২৪ পরগনায় খনিজ তেল এবং গ্যাসের সন্ধান মেলায় উচ্ছ্বাসিত কেন্দ্রের পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বলেন, “আমরা এই এলাকায় আরও অনুসন্ধানের কাজ শুরু করব। স্থানীয় প্রশাসনের তাতে সহযোগিতা চাই।”

আরও পড়ুন-অনুপ্রবেশকারীদের রুখতেই রাজ্যে পরিবর্তন হবে, বোলপুরের রোড-শো থেকে দাবি শাহের

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version