Wednesday, November 5, 2025

‘বিশ্বাসঘাতক শুভেন্দু-মিহির’, কোচবিহারে ধিক্কার মিছিল তৃণমূলের

Date:

প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে বিশ্বাসঘাতক তকমা দিয়ে কোচবিহার শহরে মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। রবিবার দুপুরে কোচবিহার শহরের স্টেশন মোড় এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসে থেকে সমস্ত রকম সুবিধে নিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মেরে নিজেদের ও নিজেদের পরিবারের ভবিষ্যৎ সুন্দর করতে বিজেপিতে যারা যোগ দিলেন তাঁদের চিনিয়ে দিতেই এই ধিক্কার মিছিল ।”

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সবার প্রথমে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন। মিহির বাবু বিজেপিতে যোগ দেওয়ার পর সম্প্রতি কোচবিহারে এসে রাসমেলা ময়দানে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও ওই সভায় মিহির বাবু সম্পর্কে সেভাবে কিছু বলতে শোনা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও মিহির বাবুর বিজেপিতে যোগদানকে সেভাবে গুরুত্ব দিতে রাজি হয়নি।

আরও পড়ুন:বিনয়ের কড়া সমালোচনার পাশাপাশি বিজেপিকে রুখতে একত্রে চলার ডাক বিমলের

কিন্তু এরপরেই মেদিনীপুরের তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ১০ বিধায়ক, ১ সাংসদ ও ১ প্রাক্তন সাংসদ সহ বেশ কয়েকজন নেতা ও সাধারণ কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান তৃণমূল নেতৃত্বকে উদ্বিগ্ন করে তুলেছে। আর সেই কারনেই কোচবিহারের মত প্রান্তিক জেলাতেও মিহির গোস্বামী ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পথে নামতে হল তৃণমূলের যুব সংগঠনকে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version