Wednesday, November 5, 2025

মরুরাজ্যে ৩৬ টি পুরপ্রধান পদে জয়ী কংগ্রেস, বিজেপি মাত্র ১২

Date:

পঞ্চায়েত সমিতি(Panchayat samiti) ও জেলা পরিষদের নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে জোর ধাক্কা খাওয়ার পর অবশেষে রাজস্থানে পুরসভা নির্বাচনে(Rajasthan municipality election) আশানুরূপ ফল করল রাজস্থান কংগ্রেস(Congress)। কংগ্রেস শাসিত এই রাজ্যে ৫০টি পুরসভার মধ্যে ৩৬ টি পুরসভার পুরপ্রধান পদে জয়ী হলেন গেহলটের প্রার্থীরা। অন্যদিকে মাত্র ১২ টি পুরসভার পুরপ্রধান পদে জয় পেয়েছে বিজেপি(BJP) প্রার্থীরা। পাশাপাশি ২টি পুরপ্রধান পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।

পুরনির্বাচনে রাজস্থান কংগ্রেসের যে ফল উঠে এসেছে তা হল, রাজস্থানের ৫ জেলায় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পাশাপাশি বারানের ২টি পুরসভা, ভরতপুরের ৮টি, দৌসার ৩টি, ঢোলপুরের ২টি ও কারৌলির ৩টি পুরসভায় জয়ী হয়েছে কংগ্রেস। জয়পুরে ১০টি কাউন্সিলের নির্বাচনে ৯টিতে জয়লাভ করেছে কংগ্রেস প্রার্থী। যোধপুর, সওয়াই মাধোপুর ও কাটায় ১ করে আসন পেয়েছে বিজেপি ও কংগ্রেস।

আরও পড়ুন:কেরলে পুর-পঞ্চায়েত ভোট লালে লাল, টানা দ্বিতীয়বার বামদের সরকারে ফেরার প্রবল সম্ভাবনা

এদিকে পৌরসভা নির্বাচনে কংগ্রেসের আশানুরূপ ফলের পর প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা টুইট করে বলেন, রাজ্যের পঞ্চাশটি পুরসভার চেয়ারম্যান পদে নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে অন্যদিকে বিজেপি মাত্র ১২ টি তে নেমে গিয়েছে। রাজ্য কংগ্রেসকে এভাবে সাফল্যের সিঁড়িতে তুলে আনার জন্য কংগ্রেসের সমস্ত নেতাকর্মীকে ধন্যবাদ। পাশাপাশি বিজেপি তরফে অভিযোগ তুলে জানানো হয়েছে, কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করেছে। জাতপাতের ভিত্তিতে ভোটারদের ভাগ করেছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version