Wednesday, November 5, 2025

TET: ১৬,৫০০ শূন্যপদে ইন্টারভিউ বিজ্ঞপ্তি বুধবার, ৩১ জানুয়ারি তৃতীয় টেট: মুখ্যমন্ত্রী

Date:

নতুন বছরের আগে হবু শিক্ষকদের জন্য খুশির খবর। আগামী ৩১ জানুয়ারি রাজ্যজুড়ে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় টেট (Primary TET) লিখিত পরীক্ষা। এবং রাত পোহালেই অর্থাৎ আগামীকাল, বুধবার সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। আজ, মঙ্গলবার নবান্নে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী, সেই বিজ্ঞপ্তিও জারি হবে বুধবার।

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে শূণ্যপদে ইন্টারভিউ পর্ব। যত দ্রুত সম্ভব তৈরি হয়ে যাবে নিয়োগ প্যানেল। এর পাশাপাশি ৩১ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মমতা। যেখানে অংশ নিতে চলেছেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী।

এর আগে গত ১১ নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি বলেছিলেন, “২০ হাজার ছাত্রছাত্রী টেট পাশ করেছেন। টেট লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ হয়। ১৬,৫০০ শূন্যপদ পূরণ করতে হবে। পাশ করেছে প্রায় ২০ হাজার।”

এছাড়া শিক্ষকদের বদলি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “১০,১৬৩ জন প্রাথমিক শিক্ষক বদলির আবেদন করেছিলেন। তার মধ্যে ৬,৪৬৬ জন শিক্ষক নিজের জেলায় বদলি হয়ে গিয়েছেন। যা প্রায় ৬৪ শতাংশ। উচ্চমাধ্যমিক শিক্ষকদের মধ্যে নিজের জেলায় ৫৫০২ জন বদলি চেয়েছিলেন। তার মধ্যে এখনও পর্যন্ত ৩,৮৫২ জনের বদলি মঞ্জুর করা হয়েছে। উচ্চমাধ্যমিকস্তরে মিউচুয়াল বদলি চেয়েছিলেন ৪৫৯৪ জন। ৪৪৯০টি আবেদন গৃহীত হয়েছে। ইতিমধ্যে ৯৮ শতাংশ আবেদন অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।”

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version