Thursday, August 28, 2025

ভয়াবহ বায়ুদূষণে বড়সড় জিডিপি সঙ্কটে দিল্লি, ক্ষতির সম্মুখীন একাধিক রাজ্য

Date:

মহামারির আবহে টানা লকডাউনের মাঝেও দিল্লির দূষণ রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে উঠেছে প্রশাসনের কাছে । শীত পড়তেই বিগত কয়েক বছরে ভয়াবহ দূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী। চলতি বছরেও তার অন্যথা নেই। শুধুমাত্র তাই নয়, মাত্রাছাড়া দূষণের কারণেই গত বছর ভয়াবহ অর্থনীতিক ক্ষতির সম্মুখীন হয়েছে দিল্লি, এমনটাই জানিয়েছে সদ্য প্রকাশিত ল্যান্সেট রিপোর্ট।
দ্য ইন্ডিয়া স্টেট-লেভেল ডিজিজ বার্ডেন ইনিশিয়েটিভের
সমীক্ষায় দাবি করা হয়েছে, ঘরের দূষিত বাতাস থেকে যে রোগ হয়, সেই মাত্রাটা কমলেও বাইরের দূষণে রোগের মাত্রাটা বেড়েছে ভারতে।
দিল্লির সামগ্রিক দূষণের জেরে রাজ্য জিডিপিতে প্রায় ১.০৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে ল্যান্সেট জার্নালের রিপোর্ট। অন্যদিকে উত্তরপ্রদেশে জিডিপি হ্রাসের হার প্রায় ২.১৫ শতাংশ। বিহারে এই হার ১.৯৫ শতাংশ। পাশাপাশি রাজস্থান ও মধ্যপ্রদেশে ১.৭০ শতাংশ পর্যন্ত জিডিপি হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে ।বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের সামগ্রিক অবনতি ও একাধিক মারণব্যাধীর বাড়বাড়ন্তের কারণে দেশীয় জিডিপিতে ১.৩৬ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে ।
বায়ুদূষণের কারণে ২০১৯-এ ভারতে মৃত্যু হয়েছে প্রায় ১৭ লক্ষ মানুষের। যা দেশের মোট মৃত্যুর ১৮ শতাংশ। আর এ জন্য ওই বছরেই ভারতের জাতীয় গড় উৎপাদন (জিডিপি)-এর ক্ষতি হয়েছে ১.৪ শতাংশ।
এদিকে বিশ্ব মানচিত্রে ইতিমধ্যেই সর্বাধিক দূষিত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে পড়েছে ভারত। পাশাপাশি দূষিত শহরের নিরিখেও বিশ্বের একাধিক তাবড় তাবড় দেশকে পিছনে ফেলেছে দিল্লি।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version