Thursday, August 28, 2025

রাজ্য রাজনীতিতে কাঁথির পরিচয় ‘অধিকারী গড়’ হিসেবেই৷ আর তথাকথিত সেই গড়ে আজ, বুধবার অধিকারীদের বাদ দিয়েই
সমাবেশ করে শক্তি দেখাবে তৃণমূল৷ এই সমাবেশের প্রচার ব্যানার বা ফ্লেক্সে পর্যন্ত রাখা হয়নি অধিকারী পরিবারের কারোর নাম৷ অথচ শিশির অধিকারী পূর্ব মেদিনীপুর তৃণমূলের সভাপতি, দিব্যেন্দু অধিকারী ওই জেলার তৃণমূল সাংসদ এবং সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান ৷ এদের কারোরই নাম নেই কোথাও৷

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আজই প্রথম পূর্ব মেদিনীপুর তথা কাঁথিতে ‘বেইমানির জবাব’ দিতে চলেছে তৃণমূল৷ আর সে কারনেই সম্ভবত সভায় ব্রাত্য অধিকারীরা৷ জানা গিয়েছে, আজ কাঁথিতে মিছিল ও সভা করবে তৃণমূল। কাঁথি শহর মুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের নানা পোস্টার, ব্যানারে। শুভেন্দু বা অধিকারী পরিবারকে বাইরে রেখেও যে পূর্ব মেদিনীপুরে জমায়েত করা যায়, তা বোঝাবে তৃণমূল৷ এই সভার মূল আয়োজক অখিল গিরি, জেলা রাজনীতিতে অধিকারী পরিবারের বিরোধী হিসেবেই পরিচিত। আজকের পদযাত্রা ও সভায় থাকার কথা সৌগত রায় ও ফিরহাদ হাকিমের৷ আয়োজন দেখে রাজনৈতিক মহলের ধারণা, অধিকারীদের স্বঘোষিত গড় আজই দখল করে নেবে তৃণমূল৷

অসুস্থতার কারন উল্লেখ করে আজকের এই মিছিল ও সভায় থাকবেন না বলেই জানিয়েছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী৷ সভার নিমন্ত্রণ তিনি পেয়েছেন এবং গরহাজির থাকার কথাই জানিয়ে দিয়েছেন। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সভার আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে। সভার দিন তিনি দিল্লিতে থাকবেন বলে জানা গিয়েছে। শুভেন্দু ছাড়া অন্য অধিকারীরা দল না ছাড়লেও দলের সভায় থাকবেন না বলেই ধরে নেওয়া হয়েছে৷ তৃণমূল গোটা রাজ্যেই বার্তা দিতে চায়, অধিকারী পরিবার ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল অটুট এবং শক্তিশালীই থাকবে৷

এদিকে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী আগামিকাল, বৃহস্পতিবার নামছেন রাস্তায়। কাঁথিতেই তিনি নিজে মিছিল করবেন। বিজেপিতে যোগদানের পরে এটাই হবে নিজের জেলায় তার প্রথম কর্মসূচি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version