দিনহাটায় তৃণমূল নেতার বাড়িতে ব্যাপক বোমাবাজি

দিনহাটার(Dinhata) তৃণমূল নেতার(TMC leader) বাড়িতে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে দিনহাটা শহর এলাকার ওই নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির করে দুষ্কৃতীরা(Antisocial) ঘটনা। তৃণমূলের(TMC) অভিযোগ, বিজেপির(BJP) পক্ষ থেকে বোমাবাজি করা হয়েছে। তাতে তৃণমূল নেতা জয়দীপ ঘোষের বাড়ি ও বাসের ক্ষতি হয়েছে। পুলিশ গিয়ে বাস থেকে তাজা বোমাও পেয়েছে।

তৃণমূলের অন্দরে জয়দীপবাবু এলাকার বিধায়ক উদয়ন গুহের ঘনিষ্ট হিসেবে পরিচিত। জয়দীপবাবুর অভিযোগ, তৃণমূলের একাংশও বিজেপির সঙ্গে মিলে ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে প্রথা মাফিক আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী, দাবি ব্রাত্যর

তবে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে। কয়েকজন বিজেপি নেতা জানান, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্য এমন হয়ে থাকতে পারে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে তাঁদের দাবি। পুলিশ জানায়, কে বা কারা যুক্ত শীঘ্রই চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।