Saturday, November 8, 2025

একুশের ভোটে বামেদের সঙ্গে জোটে সিলমোহর কংগ্রেস হাইকম্যাণ্ডের

Date:

২০২১-এ বামেদের সঙ্গে জোট গড়ে বাংলার বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) যাওয়ার প্রস্তুতি আগেই শুরু করেছে প্রদেশ কংগ্রেস (WBPCC)৷

বেশ কয়েকদফা বৈঠকও হয়েছে কংগ্রেস ও বাম নেতাদের৷ আসন ভাগাভাগি, প্রার্থীতালিকা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে৷ এবার সেই জোট প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সিলমোহর দিলো কংগ্রেস হাইকম্যাণ্ড৷

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Choudhury) বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছেন, “কংগ্রেস হাইকম্যান্ড পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বাম দলগুলির সাথে নির্বাচনী জোটকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে৷”

হাইকম্যাণ্ডের সিদ্ধান্ত এতদিন না মেলায় রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়, তাহলে কি সোনিয়া গান্ধী (Sonia Gandhi) চাইছেন না কং-বাম জোট হোক ? বিজেপিকে রুখতে কংগ্রেস চেয়ারপার্সন কি চাইছেন বাংলায় জোট হোক কংগ্রেস আর তৃণমূলের ?

আরও পড়ুন:অমর্ত্য সেন নয়, বাংলার অপমান: নাম না করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ মমতার

কট্টর তৃণমূল-বিরোধী অধীর চৌধুরি এ ধরনের জল্পনায় ঠাণ্ডা জল ঢেলে এদিন জানিয়েছেন, “বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস৷ এদিনই এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷” প্রদেশ কংগ্রেস সভাপতি সূত্রের খবর, খুব শিগগিরই আসন রফা নিয়ে দু’ পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে৷ একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করার সিদ্ধান্ত অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যস্তরের বাম ও কংগ্রেস নেতারা৷ একসঙ্গেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিলও হচ্ছিলেন তাঁরা৷ এ বার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিলে কংগ্রেস হাইকম্যান্ড৷ প্রসঙ্গত, ২০১৬ সালের রাজ্য বিধানসভা ভোটেও এই দুই দলের রাজ্য নেতারা জোট গঠন করেছিলেন৷

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version