Sunday, November 9, 2025

দিলীপর সঙ্গে মিলে মেদিনীপুরে ৩৫ আসন: নতুন স্লোগান তুলে দাবি শুভেন্দুর

Date:

দল বদলের পরে তাঁর গড় বলে পরিচিত কাঁথিতে (Kanthi) প্রথম মিছিল-সভা করলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আর সেই সময় থেকে আগাগোড়া আক্রমণাত্মক অধিকারী বাড়ির মেজো ছেলে। শুধু তাই নয়, এক সময় যে বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip ghosh) বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু, বৃহস্পতিবার সভা থেকে তাঁর সঙ্গে জোট বেঁধে দুই মেদিনীপুর মিলে মোট ৩৫টি আসন (Seat) পাওয়ার দাবি জানালেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন শুভেন্দু- “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে”।

শুরু থেকেই এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চড়া সুর শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী গলায়। তিনি বলেন, আগে পুলিশ দলদাস ছিল, এখন ক্রীতদাসে পরিণত হয়েছে। তাঁর দাবি, বিজেপি বিরাট একটা মহীরূহে পরিণত হয়েছে। বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৬ কিলোমিটার রোড শো ছিল শুভেন্দু অধিকারীর। এদিনের মিছিলের ভিড় দেখে তিনি বলেন, “আমার সিদ্ধান্ত ভুল ছিল না। আমি জনগণের সিলমোহর পেয়ে গিয়েছি”।

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “তারা বলছে একটা শুভেন্দু চলে গেলে কিছু যায় আসে না, তাহলে বারবার কেন আসছে মেদিনীপুরে”।

এরপরেই উপস্থিত বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, “এটা ট্রেলার দেখছেন। এখনও ক্লাইমেক্স বাকি আছে”।

নাম না করে মন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) বারবার আক্রমণ করেছেন শুভেন্দু। আর নাম করে আক্রমণ করেছেন সৌগত রায়কে (Sougata Ray)। কারণ তাঁরা দুজনেই বুধবার কাঁথিতে সভা করেছেন। সেই সভার ভিড়ও নেহাত কম নয়।

তিনি সাংসদ-মন্ত্রী থাকাকালীন পূর্ব মেদিনীপুর কিছু পায়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন সভা থেকেও তোলাবাজ ভাইপো হঠাও ধুঁয়ো তোলেন তিনি।

৭ তারিখে মুখ্যমন্ত্রীর পরেরদিন ৮ তারিখ নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূল নেত্রীর মন্তব্যের জবাব দেবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন- “দিদির সঙ্গে আছি’ ফেসবুকে পোস্ট করে জানিয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version