Sunday, August 24, 2025

শরীরচর্চায় যোগাসনের গুরুত্ব অপরিসীম। আর সেই যোগাসনকে যিনি দীর্ঘদিন ধরে পাখির চোখ করে মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি এ রাজ্যের কৃতী সন্তান পল্লব দাশগুপ্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ব্যক্তিত্ব এবারেও রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপে শীর্ষ স্থানে আছেন। শুধুমাত্র রাজ্যস্তরে নয়, এশিয়া এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও খেতাব জয় করে এর আগে তিনি তাঁর কৃতিত্বের পরিচয় দিয়েছেন । তার খেতাব জয়ে রীতিমতো উচ্ছ্বসিত সবাই । মহামারির আবহে করোনার জন্য এবার রাজ্য চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ভার্চুয়াল মাধ্যমে। কয়েক হাজার প্রতিযোগী এতে অংশ নেন। গত ১৯ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয় এবং ২০ ডিসেম্বর সিনিয়রদের চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছেন উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরের কৃতী যোগ ব্যক্তিত্ব পল্লব দাশগুপ্ত । ছোটবেলা থেকেই আয়রন ম্যান প্রয়াত নীলমণি দাসের কাছে তালিম নিয়েছেন তিনি ।
কয়েক হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে তার এই সাফল্য তিনি তাঁর গুরুকে উৎসর্গ করেছেন । এই নিয়ে তিনবার রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হলেন তিনি। তার এই কৃতিত্বের নেপথ্য হিসেবে তিনি জানিয়েছেন, শরীরকে সুস্থ রাখতে যোগাসনের কোনও বিকল্প নেই । আট থেকে আশি সবার কাছে এই বার্তা পৌঁছে দিতেই নিরন্তর যোগাসনকেই হাতিয়ার করেছি আমি।
তিনি আরও বলেন, শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়, বিভিন্ন কঠিন রোগ নিরাময়ে যোগাসনের ভূমিকা যে অনস্বীকার্য তা আজ প্রমাণিত। আর তারই একজন নিষ্ঠাবান কারিগর হিসেবে তিনি কাজ করে চলেছেন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version