আজ বৃহস্পতিবার তৃণমূলের ( TMC) মঞ্চ থেকে প্রথম ভাষণ বিজেপি থেকে আসা সুজাতা খাঁর ( sujata khan)। বর্ধমানের পূর্বস্থলীতে সভা হবে। যাচ্ছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ( kunal ghosh), যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ( bhattacharya) প্রমুখ। থাকবেন স্বপন দেবনাথসহ বর্ধমানের নেতৃত্ব। দুপুর দুটো থেকে সভা। বিজেপি সাংসদ ও যুবমোর্চা সভাপতি সৌমিত্র ( saumitra khan) খাঁর স্ত্রী সুজাতা দলের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ এনে তৃণমূলে যোগ দিয়ে শিরোনামে। সৌমিত্র বিবাহ বিচ্ছেদের নোটিস দিয়েছেন। এই পরিস্থিতিতে আজ জোড়া ফুল মঞ্চে বক্তা সুজাতা।