ফের বেলাগাম অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ বীরভূমের তৃণমূলের (Tmc) জেলা সভাপতির বিরুদ্ধে। কয়েকদিন আগে কেতুগ্রামে সভা করেন দিলীপ ঘোষ। বড়দিনে ফের একই জায়গায় সভা করেন অনুব্রত মণ্ডল। বলেন, “এলাকায় এসে দিলীপ ঘোষ যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে তাঁর প্যান্ট খুলে বাড়ি পাঠিয়ে দেব”।
এই মন্তব্যে ফের সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। সভা শেষে সাংবাদিকরা এ বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করলে তিনি বলেন, “যে ধরনের বাজে কথা, তৃণমূল কর্মীদের মারধর করার কথা দিলীপ ঘোষ এলাকায় এসে বলেছেন তার জন্য স্থানীয় মানুষরাই তাঁর জামা-প্যান্ট খুলে নিয়ে বাড়ি পাঠিয়ে দেবে”। এর উত্তরে দিলীপ ঘোষ কিছু না বললেও বিজেপির জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, অনুব্রত মণ্ডল এই ধরনের মন্তব্য তাঁরা গুরুত্ব দিতে নারাজ। “কারণ তাঁর মাথায় অক্সিজেন কম যায়। সুতরাং তাঁর কথার কোনো গুরুত্ব নেই”।
আরও পড়ুন:দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার কাণ্ড হেস্টিংসে