Wednesday, August 27, 2025

শান্তি-উন্নয়নের জন্য পরিবর্তন: বিমল-অনীতদের মিছিলে নজরকাড়া ভিড়

Date:

বিমল গুরুং শিবিরের উপচে পড়া জনসভার সাতদিনের মাথায় সোনাদা থেকে দার্জিলিং (Darjeeling) ‘পরিবর্তন-যাত্রা’ করে শক্তি দেখালেন বিনয় তামাং-অনীত থাপারা (Binay Tamang-Anit Thapa)। শনিবার সকাল থেকে ১৬ কিলোমিটার পদযাত্রায় অংশ নিতে দেখা যায় হাজার-হাজার পাহাড়বাসীকে। শারীরিক অসুস্থতার কারণে পদযাত্রায় ছিলেন না বিনয়। তবে অনীত থাপা আগাগোড়াই ছিলেন।

দীর্ঘ পদযাত্রার শেষে দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে জনসভা কররা কথা অনীতের। পদযাত্রা শুরুর সমযে অনীত জানিয়ে দেন, পাহাড়ের মানুষকে ভয় দেখিয়ে এতদিন যে রাজনীতি হয়েছে তা আর চলবে না। এখথন পাহাড়ের মানুষ সেই হিংসা, হুমকির রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গত সাড়ে তিন বছর ধরে শান্তি বজায় রেখেছেন। সেই পরিবর্তনের মানসিকতা এখন কতটা জোরাল তা এদিনের পরিবর্তন যাত্রায় লাখো মানুষের অংশ নেওয়া থেকে পরিষ্কার বলে দাবি করেছেন অনীত।

তবে অনীত থাপা কিন্তু তাঁর পদযাত্রার সময়ে যতবার কথা বলেছেন কখনও বিমল গুরুংয়ের নামচ্চারণ করেননি। তিনি জানিয়ে দেন, গত সাড়ে তিন বছরে পাহাড় যাঁদের দেখা পায়নি, তাঁদের সম্পর্কে কথা বলে তিনি নিজের এনার্জি নষ্ট করতে চান না। বরং, পদযাত্রায় কাতারে-কাতারে মানুষের সামিল হওয়া থেকে তাঁরা শিক্ষা নিতে পারেন, পাহাড়ের মানুষ এখন পরিবর্তনের পক্ষে।

তবে পাহাড়ে এখন বড়দিনের মরসুমে উৎসবের মেজাজ রয়েছে। পর্যটকদের ভিড়ও হয়েছে। তার মধ্যে সকাল থেকে পদযাত্রার কারণে ও জনসভার জন্য দীর্ঘ সময় নানা এলাকায় যানজট হয়। তাতে ভোগান্তি হয় পর্যটকদের (Tourist)। বর্ষবরণের জন্য পাহাড়ে যখন নানা প্রস্তুতি চলছে, ম্যাল চৌরাস্তায় বসেছে বড় মাপের প্রদর্শনী। সেখানে স্বনির্ভর গোষ্ঠীগুলির স্টলে ভিড়ও হচ্ছে খুব।

এই অবস্থায়, বিমল গুরুং-রোশন গিরি (Bimal Gurung-Roshan Giri) বনাম বিনয় তামাং-অনীত থাপাদের পরস্পরকে শক্তি প্রদর্শনের জন্যে মিছিল-মিটিংয়ের প্রতিযোগিতা শুরু হওয়ায় পর্যটন মহলের অনেকে উদ্বিগ্ন।

আরও পড়ুন-কমেনি ক্ষোভ: শিলিগুড়িতে বিক্ষুব্ধ বিজেপিদের অনুষ্ঠান

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version