Monday, November 10, 2025

সুনীল মণ্ডলের গাড়িতে “হামলা”, অমিত শাহকে রিপোর্ট রাজ্য বিজেপির

Date:

সদ্য তৃণমূলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) রিপোর্ট দিল রাজ্য বিজেপি (BJP)। আজ, শনিবার সকালে বিজেপির হেস্টিংস অফিসে আসার সময় তাঁকে তৃণমূল সমর্থকরা বাধা দেন, হেনস্থা করেন বলে অভিযোগ। যা নিয়ে হেস্টিংস চত্বরে বেশ কিছুক্ষণ উত্তেজনা ছিল। এবার সেই ঘটনার রিপোর্ট অমিত শাহকে জানিয়েছেন বাংলার পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর পরই ফোনে অমিত শাহকে প্রাথমিকভাবে ঘটনার বিবরণ দেন কৈলাস। এরপরই গোটা ঘটনার লিখিত বিবরণ চেয়ে পাঠান শাহ। কৈলাস বিজয়বর্গীয় বলেন, সংযোজন, “আজ সুনীল মণ্ডলের (Sunil Mondal) গাড়িতে যে হামলা হল তা অত্যন্ত লজ্জার এবং উদ্বেগের। আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সম্পর্কে রিপোর্ট দিয়েছি।”

সুনীল মণ্ডলের গাড়িতে হামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “আপনারা প্রথমদিনই মডেলটা দেখলেন। একটা স্বাগত জানানোর ব্যবস্থা করেছে রাজ্য কমিটি। এখানে আপনারা আচরণটা দেখলেন। আমার লজ্জা হচ্ছে এই পার্টিটা আমি ২১ বছর ধরে করেছি। এই কালচার থেকে বাংলাকে বের করে আনতে হবে।”

বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) প্রতিক্রিয়া, “সুনীল মণ্ডলের উপর হামলা পূর্বপরিকল্পিত। হেস্টিংসে হামলা করেছে তৃণমূল। এটা কোনও গ্রাম নয়, বিচ্ছিন্ন দ্বীপ নয়। হেস্টিংস অত্যন্ত স্পর্শকাতর জায়গা। যারা বিক্ষোভ দেখাল, তারা সুনীল মণ্ডলকে চিনতও না।”

আরও পড়ুন-কৃষকদের নিয়ে মোদিকে পাল্টা আক্রমণ তৃণমূলের টুইটে

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version