Saturday, January 31, 2026

এবার শুভেন্দুর বিরুদ্ধে ৭২৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তৃণমূলের অখিল গিরির

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন পরিবহণ
মন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikary) আমলে ওই দফতরে কয়েকশ কোটি টাকার দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ আনলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর তথা বিধায়ক অখিল গিরি (Akhil Giri)৷ রামনগরে শনিবার এক জনসভায় অখিল গিরি বলেন, ‘‘শুধু পরিবহণ দফতরেরই ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারি ধরা পড়েছে।’’

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে ‘বিশ্বাসঘাতক’, ‘মিরজাফর’ ইত্যাদি বলা হলেও এই প্রথমবার তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হলো৷ রাজনৈতিক মহলের বক্তব্য, এই অভিযোগের জল অনেকদূর গড়াবে৷ আইনি আঙ্গিনাতেও পা রাখতে পারে এ সব অভিযোগ৷ বিজেপি এই অভিযোগের প্রতিক্রিয়ায় বলেছে, ” পরিকল্পনা করে শুভেন্দুকে মিথ্যা মামলায় ফাঁসাতে চলেছে তৃণমূল”৷

শুধু পরিবহণ-কেলেঙ্কারিই নয় তৃণমূল বিধায়ক অখিল গিরি ওই মঞ্চ থেকে নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এনেছেন৷ তিনি বলেছেন, ‘‘অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছো তুমি। কাঁথিতে চারটে ফ্ল্যাট, কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে। আরও কীর্তি সামনে আসার অপেক্ষায়’’৷

অখিলবাবু এদিন বলেছেন, ‘‘তৃণমূলে ছিলে, ১০ বছর ধরে পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। ৪০ জন পুলিশ পাহারা দিয়েছে। দল তোমাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। দলের খেয়ে বড় হয়েছে। আজ হঠাৎ বিপ্লবী হয়ে সেই দলকেই কালিমালিপ্ত করছো৷ দুর্নীতির কথা বলছো৷ তোমার দুর্নীতির কথাও বলো”৷ প্রসঙ্গত,
বিজেপিতে যোগ দেওয়ার আগেরদিন রাজ্যপাল ধনকড়কে লেখা এক চিঠিতে শুভেন্দু আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে। অখিল গিরি এদিন পরোক্ষে শুভেন্দুর বিরুদ্ধে এই সব প্রসঙ্গ সামনে আনার পর বিজেপি মিথ্যা কেলেঙ্কারিতে ফাঁসানোর পাল্টা অভিযোগ এনেছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘শুভেন্দু তো তৃণমূল সরকারেরই পরিবহণ মন্ত্রী ছিলেন। এতদিন ওই দফতরের কেলেঙ্কারি সামনে এল না। শুভেন্দু বিজেপিতে আসতেই সব বেরোচ্ছে! বোঝাই যাচ্ছে এ সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’’

তৃণমূর বিধায়ক অখিল গিরি এদিন বলেছেন, “আমি কারো নাম ধরতে চাই না। তবে তোমাকে চ্যালেঞ্জ করছি, নন্দীগ্রাম নয়, দক্ষিণ কাঁথি থেকে দাঁড়াও। যদি তুমি জিততে পার, বুঝব তোমার অনেক ক্ষমতা।’’ এই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রটি কার্যত ‘অধিকারী গড়’ হিসেবেই পরিচিত। শিশির অধিকারী, শুভেন্দু নিজে এবং দিব্যেন্দু অধিকারীও এই কেন্দ্র থেকেই প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। গত ভোটে এই কেন্দ্রে জেতেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল এবার আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আনার পর ৭ তারিখে তেখালিতে মুখ্যমন্ত্রীর জনসভা নিয়ে কৌতূহল বৃদ্ধি পাচ্ছে৷ তৃণমূলের কর্মী- সমর্থকদের বিশ্বাস, মুখ্যমন্ত্রীও দুর্নীতির অভিযোগে সরব হবেন৷

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...