Friday, November 7, 2025

বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনকে নিয়ে বিজেপি রাজনীতি করছে: ব্রাত্য বসু

Date:

অমর্ত্য সেনের ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন”। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘হেনস্থার’ প্রতিবাদে বিশিষ্টদের কর্মসূচি থেকে গেরুয়া শিবিরকে রবিবার এভাবেই আক্রমণ করলেন ব্রাত্য বসু।

প্রতীচীর জমি বিতর্কে অমর্ত্য সেনকে  (Amartya Sen) হেনস্থার অভিযোগে রবিবার পথে নামেন বিশিষ্টরা। বাংলা অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা অংশ নেন। এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “অমর্ত্য সেন একজন অশীতিপর বৃদ্ধ মানুষ। তিনি কেবল নোবেল প্রাপক নন, সারা পৃথিবীর কাছে সম্মানীয় ব্যক্তি তাঁর ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন। অমর্ত্য সেনের মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে তাহলে সাধারণ মানুষ যদি কণ্ঠস্বর তোলেন এবং বিজেপি যদি তখন এই রাজ্যে ক্ষমতায় আসে তবে যে কী অবস্থা হতে পারে তা বোঝানোর জন্যই আজ আমরা এই সভা করেছি।”

আজকের প্রতিবাদ সভায় হাজির ছিলেন শুভাপ্রসন্ন, সে কত মিত্র, যোগেন চৌধুরি, কবীর সুমন, জয় গোস্বামী-সহ অন্য বুদ্ধিজীবীরা। যোগেন চৌধুরী সাফ জানান, আগে ওরা ক্ষমা চাক। তারপর অন্যকথা। কবি জয় গোস্বামী বলেন, অমর্ত্য সেন কে অপমান করার সাহস কোথা থেকে পায় ওরা। রবীন্দ্রনাথ কে নিয়ে যে রাজনীতি তার ফল ভুগতে হবে। কবীর সুমন বলেন, বাংলার সংস্কৃতিকে যারা জানেন না তাদের মুখে অমর্ত্য সেনের নাম আনাও পাপ। কবিগুরু আমাদের মননে। সেখানে বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না। বিশিষ্টজনদের সবার কন্ঠেই ছিল এক সুর।

আরও পড়ুন : কেল্লার মাঠে অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ নেত্রীর পুরনো দিনকে মনে করাল

নবান্ন থেকে বৃহস্পতিবারই হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন, ‘প্রতীচী বাড়ি নিয়ে যে যা ইচ্ছা বলে যাবে, তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। অমর্ত্য সেনকে কেন অপমান করা হচ্ছে? জবাব চাই। বিনা কৈফিয়তে এক ইঞ্চিও জমি ছাড়ব না। বাংলার বুদ্ধিজীবীদের বলব, যে যেখানে যেমন ভাবে পারেন প্রতিবাদ করুন।’

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version