Thursday, August 21, 2025

বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনকে নিয়ে বিজেপি রাজনীতি করছে: ব্রাত্য বসু

Date:

অমর্ত্য সেনের ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন”। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘হেনস্থার’ প্রতিবাদে বিশিষ্টদের কর্মসূচি থেকে গেরুয়া শিবিরকে রবিবার এভাবেই আক্রমণ করলেন ব্রাত্য বসু।

প্রতীচীর জমি বিতর্কে অমর্ত্য সেনকে  (Amartya Sen) হেনস্থার অভিযোগে রবিবার পথে নামেন বিশিষ্টরা। বাংলা অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা অংশ নেন। এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “অমর্ত্য সেন একজন অশীতিপর বৃদ্ধ মানুষ। তিনি কেবল নোবেল প্রাপক নন, সারা পৃথিবীর কাছে সম্মানীয় ব্যক্তি তাঁর ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন। অমর্ত্য সেনের মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে তাহলে সাধারণ মানুষ যদি কণ্ঠস্বর তোলেন এবং বিজেপি যদি তখন এই রাজ্যে ক্ষমতায় আসে তবে যে কী অবস্থা হতে পারে তা বোঝানোর জন্যই আজ আমরা এই সভা করেছি।”

আজকের প্রতিবাদ সভায় হাজির ছিলেন শুভাপ্রসন্ন, সে কত মিত্র, যোগেন চৌধুরি, কবীর সুমন, জয় গোস্বামী-সহ অন্য বুদ্ধিজীবীরা। যোগেন চৌধুরী সাফ জানান, আগে ওরা ক্ষমা চাক। তারপর অন্যকথা। কবি জয় গোস্বামী বলেন, অমর্ত্য সেন কে অপমান করার সাহস কোথা থেকে পায় ওরা। রবীন্দ্রনাথ কে নিয়ে যে রাজনীতি তার ফল ভুগতে হবে। কবীর সুমন বলেন, বাংলার সংস্কৃতিকে যারা জানেন না তাদের মুখে অমর্ত্য সেনের নাম আনাও পাপ। কবিগুরু আমাদের মননে। সেখানে বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না। বিশিষ্টজনদের সবার কন্ঠেই ছিল এক সুর।

আরও পড়ুন : কেল্লার মাঠে অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ নেত্রীর পুরনো দিনকে মনে করাল

নবান্ন থেকে বৃহস্পতিবারই হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন, ‘প্রতীচী বাড়ি নিয়ে যে যা ইচ্ছা বলে যাবে, তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। অমর্ত্য সেনকে কেন অপমান করা হচ্ছে? জবাব চাই। বিনা কৈফিয়তে এক ইঞ্চিও জমি ছাড়ব না। বাংলার বুদ্ধিজীবীদের বলব, যে যেখানে যেমন ভাবে পারেন প্রতিবাদ করুন।’

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version