Wednesday, May 7, 2025

বিজেপির বিরুদ্ধে কথা বলায় অমর্ত্য সেনকে নিয়ে বিজেপি রাজনীতি করছে: ব্রাত্য বসু

Date:

অমর্ত্য সেনের ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন”। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ‘হেনস্থার’ প্রতিবাদে বিশিষ্টদের কর্মসূচি থেকে গেরুয়া শিবিরকে রবিবার এভাবেই আক্রমণ করলেন ব্রাত্য বসু।

প্রতীচীর জমি বিতর্কে অমর্ত্য সেনকে  (Amartya Sen) হেনস্থার অভিযোগে রবিবার পথে নামেন বিশিষ্টরা। বাংলা অ্যাকাডেমি চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে তাঁরা অংশ নেন। এই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “অমর্ত্য সেন একজন অশীতিপর বৃদ্ধ মানুষ। তিনি কেবল নোবেল প্রাপক নন, সারা পৃথিবীর কাছে সম্মানীয় ব্যক্তি তাঁর ‘অপরাধ’ হয়েছে তিনি বিজেপির (BJP) বিরুদ্ধে কথা বলেছেন। অমর্ত্য সেনের মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে তাহলে সাধারণ মানুষ যদি কণ্ঠস্বর তোলেন এবং বিজেপি যদি তখন এই রাজ্যে ক্ষমতায় আসে তবে যে কী অবস্থা হতে পারে তা বোঝানোর জন্যই আজ আমরা এই সভা করেছি।”

আজকের প্রতিবাদ সভায় হাজির ছিলেন শুভাপ্রসন্ন, সে কত মিত্র, যোগেন চৌধুরি, কবীর সুমন, জয় গোস্বামী-সহ অন্য বুদ্ধিজীবীরা। যোগেন চৌধুরী সাফ জানান, আগে ওরা ক্ষমা চাক। তারপর অন্যকথা। কবি জয় গোস্বামী বলেন, অমর্ত্য সেন কে অপমান করার সাহস কোথা থেকে পায় ওরা। রবীন্দ্রনাথ কে নিয়ে যে রাজনীতি তার ফল ভুগতে হবে। কবীর সুমন বলেন, বাংলার সংস্কৃতিকে যারা জানেন না তাদের মুখে অমর্ত্য সেনের নাম আনাও পাপ। কবিগুরু আমাদের মননে। সেখানে বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না। বিশিষ্টজনদের সবার কন্ঠেই ছিল এক সুর।

আরও পড়ুন : কেল্লার মাঠে অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ নেত্রীর পুরনো দিনকে মনে করাল

নবান্ন থেকে বৃহস্পতিবারই হুঙ্কার দিয়ে মমতা বলেছিলেন, ‘প্রতীচী বাড়ি নিয়ে যে যা ইচ্ছা বলে যাবে, তা বাংলার মানুষ বরদাস্ত করবে না। অমর্ত্য সেনকে কেন অপমান করা হচ্ছে? জবাব চাই। বিনা কৈফিয়তে এক ইঞ্চিও জমি ছাড়ব না। বাংলার বুদ্ধিজীবীদের বলব, যে যেখানে যেমন ভাবে পারেন প্রতিবাদ করুন।’

Related articles

আজ প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল, মার্কশিট মিলবে ৮ মে

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (Higher Secondary Result 2025)। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের...

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...
Exit mobile version