Friday, November 14, 2025

পিএমসি তদন্তে এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির

Date:

পঞ্জাব মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক(PMC) দুর্নীতির তদন্ত এবার মুখ ঘোরালো শিবসেনার(Shiv Shankar) দিকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের(Sanjay Raut) স্ত্রী বর্ষা রাউতকে(Barsha Raut) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। আগামী ২৯ ডিসেম্বর ওই সাংসদ পত্নীকে ইডি দফতরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পিএমসি দুর্নীতি মামলা তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইডি আর সেই রেশ ধরেই তদন্তের আঁচ এসে পড়েছে শিবসেনা সংসদ সঞ্জয় রাউতের ঘরের অন্দরে। তদন্তকারী সূত্রের খবর, এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে ৫০ লক্ষ টাকা লেনদেন করেছিলেন সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা। জানা গিয়েছে, এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে প্রবীণ রাউত নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইডি। তাঁর স্ত্রীর সঙ্গেই লেনদেন ছিল বর্ষার। বর্ষা ওই মহিলার থেকে ৫০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কী কারণে তিনি এত টাকা ধার নিয়েছিলেন এবং সেই টাকা কোন খাতে খরচ করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধানের জন্যই ডাকা হয়েছে সাংসদ পত্নীকে।

আরও পড়ুন:আইসিসির দশকে সেরা তিন ফর্মাটে ভারতের ৫ ক্রিকেটার

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবর মাস থেকে পিএমসি দুর্নীতি কাণ্ডে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। মুম্বই পুলিশের তরফে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। তবে এই কাণ্ডের তদন্ত এখন শিবসেনার ঘরের দিকে মুখ ঘোরাতেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version