রাখঢাক না করে সরাসরি বিজেপির হয়ে ভোট চাইলেন রাজ্যপাল

রবিবার সকালে জোকার কাছে স্বামীনারায়ণ মন্দির(Swami Narayan temple) দর্শন করতে যান রাজ্যপাল (governor)জগদীপ ধনকার। সেখানে তিনি ২০২১- এ পশ্চিমবঙ্গে বিজেপি (BJP)সরকার গড়ার আহ্বান জানালেন। কোনোরকম রাখঢাক না করে সরাসরি বিজেপির হয়ে ভোট চাইলেন রাজ্যপাল।

রাজ্যপাল এদিন বলেন একজন সুপ্রশাসক ধর্মে আস্থা রেখে প্রশাসন চালাবেন। সকলের ভরণপোষণ প্রয়োজন। সকলের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সবজি সবই সহজলভ্য হওয়া দরকার। এ আমাদের দেশের বহুদিনের পরম্পরা।

রাজ্যপাল এদিন সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, সংবাদমাধ্যম হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব সংবাদমাধ্যমেরও।

২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনের দিকে তাকে গোটা দেশ। রাজ্যপালের আবেদন, এই নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়। কোথাও যেন কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে। রাজ্যপাল আরো বলেন ৩০২২ সাল হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাকে নতুনভাবে গড়ে তোলার শপথ নিতে হবে।

আরও পড়ুন:প্রায় এক দশক পর নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচি বাম-কংগ্রেসের

 

 

Previous articleডায়মন্ড হারবারে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কী বলছেন তিনি
Next articleসময়ের দাবি মেনেই ছাত্রদের আন্দোলন হয় : বিমান বসু