Wednesday, November 12, 2025

সংযুক্ত জনতা দলের (JDU) সর্বভারতীয় সভাপতির পদ ছেড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (nitish kumar)। রবিবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নতুন জাতীয় সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ রামচন্দ্র প্রসাদ সিংকে। তবে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও নেতৃত্বের রাশ থাকবে নীতীশের হাতেই। কারণ নতুন জাতীয় সভাপতি রামচন্দ্র প্রসাদ সিং (rdamchandra prasad singh) দলের অন্দরে নীতীশের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলেই পরিচিত।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরই জেডিইউয়ের সর্বভারতীয় সভাপতির (national president) পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন নীতীশকুমার। পরবর্তী সর্বভারতীয় সভাপতির দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন প্রাক্তন আমলা তথা একসময়ে বিহারের মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পালন করা ৬২ বছরের রামচন্দ্র প্রসাদ সিং। নীতীশকুমারের মত তিনিও নালন্দা জেলার বাসিন্দা এবং কুর্মি সম্প্রদায়ের মানুষ। বরাবরই নীতীশের খুব কাছের মানুষ হিসেবেই পরিচিত তিনি। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর নীতীশের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ রামচন্দ্রের। জেডিইউতে যোগ দেওয়ার পর ২০১০ সালে প্রথমবার প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে দ্বিতীয়বারের জন্য দল তাঁকে রাজ্যসভায় পাঠায়। রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে নীতীশ বলেন, একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব ও দলের শীর্ষ পদের দায়িত্ব সামলানো খুবই সমস্যা হচ্ছে। তাই তিনি সংগঠনের দায়িত্ব যোগ্য নেতার হাতে তুলে দিতে চান।

আরও পড়ুন- পরবর্তী মহামারির জন্য স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে, দেশগুলির কাছে অনুরোধ WHO প্রধানের

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version