Thursday, August 21, 2025

অশোক ভট্টাচার্যের স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার

Date:

প্রায় এক দশকের তৃণমূল জমানায় যে ছবি শিলিগুড়ি কখনও দেখেনি, তা-ই দেখল রবিবার।

ছুটির দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সদলবলে শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের(Ashok Bhattachariya) বাড়ির দুয়ারে হাজির তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার(Ranjan Sarkar)। উদ্দেশ্য, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান সম্বলিত রিপোর্ট কার্ড অশোকবাবুর বাড়িতে দেওয়া। সেই সময়ে অশোকবাবু নিজেও ওয়ার্ডের অন্যত্র প্রচারে ছিলেন। রঞ্জনবাবুকে দেখে অশোকবাবুর স্ত্রী রত্না দেবী দরজার সামনে গেলে বাইরে দাঁড়িয়েই রিপোর্ট কার্ড তাঁর হাতে তুলে দেন রঞ্জনবাবু। পরে রঞ্জনবাবু জানান, রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড সকলের হাতে পৌঁছে দিতেই পথে নেমেছেন তাঁরা।

শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লির বাসিন্দা হলেন অশোকবাবু। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো র্অর্ডিনেটর হলেন রঞ্জনবাবু। অতীতে ভোট প্রচারে রঞ্জনবাবুকে এভাবে অশোকবাবুর বাড়িতে যেতে দেখা যায়নি। গত এক দশকের মধ্যে উত্তরবঙ্গের বাম আন্দোলনের অন্যতম স্তম্ভ অশোকবাবুর বাড়িতে তৃণমূল কিংবা কোনও বিরোধী দল প্রচারে গিয়েছেন বলে পাড়া-পড়শিরা দেখেননি। পড়শিরা অনেকেই জানান, অশোকবাবু যখন পুরমন্ত্রী ছিলেন, সে সময়ে ভোরে অথবা রাতের দিকে বিরোধী দলের কয়েকজন নেতার আনাগোনা কখনও-সখনও দেখা গিয়েছে অশোকবাবুর বাড়িতে। সে সময়ের রাজ্যের অন্যতম প্রভাবশালী মন্ত্রীর কাছে নানা কাজ করাতে ফাইল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যেত বিরোধী দলের অনেককেই। কিন্তু, তৃণমূল ক্ষমতাসীন হওয়ার পর থেকে অশোকবাবুর বাড়িতে রাজ্যের শাসক দলের কাউকে সেভাবে দেখেননি পড়শিরা। তাই এদিন সকলেরই কৌতুহল ছিল তুঙ্গে।

অশোকবাবু অবশ্য দাবি করেন, সারা বছর তাঁরাই মানুষের দোরে দোরে থাকেন। তাঁর অভিযোগ, তৃণমূল যা করে বেড়াচ্ছে তা লোক দেখানো।

আরও পড়ুন- শিলিগুড়িতে অশোকের বাজিমাতে ব্যাকফুটে তৃণমূল-বিজেপি, কিশোর সাহার কলম

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version