Tuesday, May 6, 2025

মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে কৃষক স্বার্থে জানুয়ারি থেকে আন্দোলনে আন্না হাজারে

Date:

৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত একমাস ধরে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন দেশের কৃষকরা(Farmer)। সরকারের তরফে অবশ্যই এ বিষয়ে কোনও রকম হেলদোল দেখা যায়নি। এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় সরকারকে(central government) হুশিয়ারি দিয়ে দিলেন বিশিষ্ট সমাজকর্মী আন্না হাজারে(Anna Hazare)। জানিয়ে দিলেন যদি কৃষকদের দাবির পক্ষে সরকার উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে জানুয়ারি থেকে নয়াদিল্লিতে আন্দোলন শুরু করবেন তিনি।

সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে আন্না হাজারে বলেন, গত তিন বছর ধরে কৃষকদের দাবির পক্ষে আন্দোলন করে আসছেন তিনি। অথচ এখনও পর্যন্ত সেই সমস্ত বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি সরকার। তাঁর কথায়, ‘কৃষক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন দাবির প্রেক্ষিতে ২০১৮ সালের ২১ মার্চ প্রথম রামলীলা ময়দানে অনশনে বসেছিলান আমি। অনশনের সপ্তম দিনে তৎকালীন কৃষি প্রতিমন্ত্রী গজেন্দর সিং শেখাওয়াত ও মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ আমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমস্ত দাবি মেনে নিয়ে লিখিত আশ্বাস দেন। যদিও সেই সমস্ত কিছুই বাস্তবে রূপায়ণ করা হয়নি।’

আরও পড়ুন:অভিষেকের দক্ষিণ দিনাজপুরে সভায় হবে দু’লক্ষের বেনজির জমায়েত, দাবি তৃণমূলের

প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে আরও বলেন, ‘এরপর ৩০ জানুয়ারি ২০১৯ সালে কৃষকদের দাবি পূরণ না হওয়ার জেরে ফের অনশনে বসি আমি। সেই সময় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধা মোহন সিং, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে ও ফড়নবিশ আরও একবার লিখিত আশ্বাস দেন। তবে দ্বিতীয় দফাতেও সেই আশ্বাস পূরণ করা হয়নি। যার ফলে আগামী জানুয়ারি মাসে দিল্লিতে আমি আবারও আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি। গত তিন বছর ধরে যে দাবিতে আমরা আন্দোলন করেছি এবার তা সরকারকে পূরণ করতে হবে। অন্যথায় আন্দোলন থেকে পিছু হটবো না আমরা। সরকারকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’ যদি সরকার এ বিষয়ে কোনওরকম পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে ফের অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন আন্না হাজারে।

এদিন আন্না হাজারে বলেন, ‘সরকার যদি কৃষকদের দাবির পক্ষে সঠিক পদক্ষেপ না নেয় সে ক্ষেত্রে আন্দোলনের জন্য আমি সম্পূর্ণরূপে তৈরি। ৮৩ বছর বয়সী হাজারের কথায়, ‘সরকার কেবল ভুয়া প্রতিশ্রুতি দেয়, ফলে এই সরকারের প্রতি আমার কোন বিশ্বাস নেই। আমিও দেখছি সরকার আমার দাবির প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয়। কেন্দ্রীয় সরকার আমার কাছে এক মাসের সময় চেয়েছিল আমি জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি। যদি আমার দাবি পূরণ না হয় আমি পুনরায় অনশনে বসবো। এবং এটাই আমার শেষ আন্দোলন হবে। ‘

Related articles

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...
Exit mobile version