শহরের পাঁচতারা হোটেলে বিজেপির শীর্ষ বৈঠক, সেখানে জিতেন্দ্র তিওয়ারিও

কাকতালীয় ? না’কি পূর্ব পরিকল্পিত ?

কলকাতায় বাইপাসের ধারের এক হোটেলে যখন রাজ্য বিজেপির বৈঠক চলছে, তখন সেই হোটেলেই দেখা গেলো আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি’কে (Jitendra Tewari)à§· এই ঘটনাকে ঘিরে ফের তুঙ্গে উঠল রাজনৈতিক জল্পনা।

একুশের ভোটে প্রার্থী বাছাই নিয়ে সোমবার রাতে বৈঠকে বসেছিলেন বঙ্গ-বিজেপির ( BJP WB) নেতারা ওই হোটেলে৷ বৈঠকে উপস্থিতি ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ ( Dilip Ghosh, Mukul Roy) বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই হোটেলেই বৈঠকের ফাঁকে দলীয় সাংসদ শান্তনু ঠাকুরের (Santanu Thakur) সঙ্গেও বৈঠক সারেন দিলীপ ঘোষ।

ওদিকে, সেই একই সময়ে একই হোটেলে ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির দলীয় বৈঠক যেখানে হচ্ছে,সেখানে জিতেন্দ্র কেন? এই নিয়েই জল্পনা শুরু হয়েছে৷ জিতেন্দ্র তিওয়ারি ঘটনা স্বীকার করে বলেছেন, “কয়েকদিন ধরে টেনশন গিয়েছে। তাই মেয়ে-স্ত্রীকে নিয়ে খেতে এসেছিলাম। বিজেপির বৈঠক নিয়ে কিছু জানি না। এনিয়ে কিছু বলার নেই”à§·
অন্যদিকে, এ বিষয়ে দিলীপ ঘোষ বলেছেন, “জিতেন্দ্র তিওয়ারি দলেরই কেউ নয়, ওকে ডাকব কেন?”

আরও পড়ুন : আজ বোলপুরে মমতার মেগা রোড শো, রেকর্ড জমায়েতের দাবি তৃণমূলের