Wednesday, November 5, 2025

অ‍্যাডিলেডের বদলা, কোহলিকে ছাড়াই মেলবোর্নে রাহানেদের ঐতিহাসিক জয়

Date:

ঐতিহাসিক। হেলায় মেলবোর্ন টেস্ট ( melbourne test) জিতল ভারত। সৌজন্যে অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন, দ্বিতীয় ইনিংসে দলকে জেতালেন। চার টেস্ট সিরিজে আপাতত ১-১। লড়াইয়ে ফিরল ভারত।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে (Australia ) হারানো যে কোনও ক্রিকেট টিমের স্বপ্ন। আর সেই কাজটাই করে দেখাল রাহানের দল। কোহলি (virat kohli), শামি( mohammad shami), রোহিতকে( rohit sharma) ছাড়াই জয়। নতুন পাওনা অবশ্যই টেস্টে অভিষেক হওয়া শুভমন গিল( shubhman gill)। অধিনায়কের সঙ্গে যোগ্য সঙ্গত করে নিজের জাত চেনালেন।

অ‍্যাডিলেডে ৩৬ রানে অল আউট হওয়ার পর মেলবোর্ন টেস্টে রাহানের( ajinkya rahane) নেতৃত্বে দুরন্ত ক‍্যামব‍্যাক ভারতের( india)। ম‍‍্যাচের চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২০০ রানে অলআউট করে ফেলে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৯ লিড নিয়ে মাঠ ছাড়ে টিম অস্ট্রেলিয়া । যার ফলে বক্সিং ডে তে জিততে ভারতের টার্গেট দাড়ায় ৭০রান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত সফল ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে অজিদের বিরুদ্ধে ৩ টি উইকেট নেন মহম্মদ সিরাজ( mohammad siraj) । দুটি করে উইকেট নেন জাসপ্রীত বুমরাহ (jasprit burah) , আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা। একটি উইকেট নেন উমেশ যাদব। দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি করে উইকেট নেন আর আশ্বিন এবং মহম্মদ সিরাজ।। মহম্মদ শামির অভাব পুরোন করে দেন সিরাজ। দুই সিরিজ মিলিয়ে বুমরাহ নেন ৬ টি উইকেট।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র পাঁচ রানে আউট হয়ে যান ময়ঙ্ক আগরওয়াল। বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া শুভমন দ্বিতীয় ইনিংসেও সফল। দলকে জেতাতে রাহানেকে যোগ‍্য সঙ্গত দেন শুভমন। ৩৫ রান করেন শুভভন। ২৭ রান করে অপরাজিত অজিঙ্কে রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক এবং প‍্যাট ক‍্যামিন্স।  আট উইকেটে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে টেস্ট সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া।

প্রথম টেস্টে ৩৬ রানে লজ্জাজনক হারের পর বিরাট হীন রাহানের নেতৃত্বে দুরন্ত ক‍্যামব‍্যাক ভারতের। বোলিং এর পাশাপাশি সফল টিম ইন্ডিয়া ব‍্যাটিং লাইন-আপও। যা তৃতীয় টেস্ট ম‍্যাচের আগে ভরসা দিচ্ছে রাহানের দলকে। বক্সিং ডে টেস্টে দলের প‍্যারফমেন্স দেখে বলা যেতেই পারে দলকে নেতৃত্ব দিতে সফল রাহানে।

দুই ইনিংসে দুরন্ত প‍্যারফমেন্সের কারনে ম‍্যাচের সেরা অজিঙ্কে রাহানে। ম‍্যাচ শেষে দলের জয়ের কারন হিসাবে টিম প‍্যারফমেন্সকে তুলে ধরলেন তিনি। প্রশংসা করলেন অভিষেক হওয়া দুই ক্রিকেটার শুভমন গিল এবং মহম্মদ সিরাজেরও।

আরও পড়ুন:রাজনীতিতে আসা পাকা, বেহালা পশ্চিম থেকেই প্রার্থী হতে চলেছেন সৌরভ!

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version