Tuesday, August 26, 2025

শিশির অধিকারীর কাছে বিজেপি সাংসদ, কাঁথির ১৬ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে?

Date:

কোচবিহারে বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করেছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক৷ তার কয়েকদিন পরই মিহির গোস্বামী যোগ দেন বিজেপিতে৷

ফের সেই একই ঘটনা৷

এবার প্রবীণ তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikary) সঙ্গে ‘সৌজন্য-সাক্ষাত’ করে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো- সহ (Jyotirmoy Mahato) বেশ কয়েকজন বিজেপি (BJP) নেতা।

তাহলে শিশিরবাবুর পদ্মাসনে বসা কি চূড়ান্ত ?জোর জল্পনা রাজ্য রাজনীতিতে৷

এদিকে নির্ভরযোগ্য সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি কাঁথির ডরমেটরি সংলগ্ন মাঠে বিজেপি’‌র সভা হতে চলেছে। সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, ওই সভামঞ্চেই কাঁথি পুরসভার ১৬ জন কাউন্সিলর, তৃণমূলের বেশ কিছু প্রতিষ্ঠিত নেতা গেরুয়া শিবিরে যোগ দেবেন৷
শুভেন্দু অধিকারী মঙ্গলবারই ‘রহস্যময়’ এক মন্তব্য করে বলেছেন, “আমার বাড়ির সদস্যরাও পদ্ম ফোটাবে।” ঠিক তার পরেরদিনই শুভেন্দু অধিকারীর পিতা সাংসদ শিশির অধিকারীর কাছে পৌঁছে গেলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময়৷

আরও পড়ুন:অধিকারীদের দলে থাকার পরিস্থিতি আর নেই: কণাদ দাশগুপ্তর কলম

ওদিকে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। গোটা অধিকারী- পরিবারই আজ তৃণমূলের ‘সন্দেহের’ তালিকায়৷ শিশিরবাবু জেলা তৃণমূলের সভাপতি হওয়া সত্ত্বেও নিজেই তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাচ্ছেন না। ওদিকে সাংসদ দিব্যেন্দু অধিকারী, ভাই সৌমেন্দুর অপসারণের প্রতিবাদে নিজেই ঘোষণা করেছেন, কাঁথি পুরসভায় নিজের অফিসে আর ঢুকবেন না বলে ঘোষণা করেছেন৷ পরিবার যখন এই পরিস্থিতিতে, তখন হ কাঁথিতে বিজেপি’‌র সংগঠন জোরদার করতে তত্‍পর শুভেন্দু অধিকারী। রণকৌশল ঠিক করতে বুধবার নিজের বাড়িতেই বৈঠক করলেন শুভেন্দু। আবার এদিনই বাড়ি গিয়ে শিশির অধিকারীর সঙ্গে এসে দেখা করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাত–সহ বেশ কয়েকজন নেতা। জ্যোতির্ময়বাবু পরে জানান, এটা একান্তই সৌজন্য সাক্ষাৎকার।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version