মেলবোর্নে ( melbourne) অস্ট্রেলিয়ার ( Australia )বিরুদ্ধে দুরন্ত জয়ের পর প্রশংসায় ভাসছে টিম ইন্ডিয়া (india)। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর বক্সিং ডে টেস্টে ( boxing day test) ৮ উইকেটে জয় পায় অজিঙ্কে রাহানের ( ajinkya rahane) দল। এই জয়ের পরই টিম ইন্ডিয়াকে টুইটারে শুভেচ্ছো জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট ( bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায় ( sourav ganguly)।

টুইটারে এদিন মহারাজ লেখেন, “মেলবোর্নে এটি একটি দারুণ জয়। এই মাঠে ভারত সবসময় খেলতে পছন্দ করে। ” দলের পাশাপাশি আলাদা করে প্রশংসা করেন দলের অজিঙ্কে রাহানের। রাহানের সমন্ধে দাদা লেখেন,” ওয়েল ডান অজিঙ্ক রাহানে। ভাল মানুষেরা সব সময় শীর্ষে থেকেই শেষ করে।” সবাইকে অভিনন্দন। এরপাশাপাশি রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজারও প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মহারাজের পাশাপাশি টিম ইন্ডিয়ার প্রশংসা করেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন ( amitabh bachchan)।

আরও পড়ুন:ফিরে দেখা ২০২০ খেলাধুলো