Wednesday, November 5, 2025

সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা কেন্দ্রের

Date:

দীর্ঘ করোনা পরিস্থিতির(corona situation) পর অবশেষে সিবিএসই-র(CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল(Ramesh pokhriyal) নিজের টুইটার হ্যান্ডেলে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ২০২১ সালের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেন। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী বছরে দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষা শুরু হচ্ছে ৪ মে ২০২১ থেকে এবং শেষ হবে ১০ জুন ২০২১।

দীর্ঘ করোনা পরিস্থিতির কারণে শুরুতে সিবিএসই পরীক্ষা অনলাইনে করার বিষয়ে পরিকল্পনা করছিল কেন্দ্র। যদিও বুধবারই শিক্ষামন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় পরীক্ষা অনলাইনে নয় পরীক্ষা কেন্দ্রে শরীরে উপস্থিত থেকেই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এরপর বৃহস্পতিবার নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন পরীক্ষার দিনক্ষণ। সূচি অনুযায়ী ৪ মে ২০২১ থেকে শুরু হচ্ছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। শেষ হবে ১০ জুন ২০২১। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ১৫ জুলাই ২০২১। পাশাপাশি ১ মার্চ ২০২১ থেকে শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষা।

আরও পড়ুন:দেশ জুড়ে করোনার টিকার ড্রাই রানের সিদ্ধান্ত কেন্দ্রের

একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই সিবিএসই তাদের অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in-তে পূর্ণাঙ্গ পরীক্ষার সূচি আপলোড করে দেওয়া হবে পড়ুয়ারা চাইলে সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও সিবিএসই সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতি ও পঠন পাঠন দীর্ঘদিন বন্ধ থাকার জেরে চলতি বছরের পরীক্ষার সিলেবাসে ৩০% কাটছাঁট করা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী সম্পন্ন হবে পরীক্ষা। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে করা ভাবে পালন করা হবে করোনা বিধি।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version