বেটিং চক্রে গ্রেপ্তার প্রাক্তন রঞ্জি ক্রিকেটার

বেটিং চক্রে গ্রেপ্তার হলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার ( ranji cricketer ) রবিন মরিস (Rabin Morish)। আইপিএল (IPL) এ বেটিং চক্রে যুক্ত তিনি। রবিন মরিসের সঙ্গে যুক্ত আছেন আরও দুই ব‍্যক্তি ধীরেন্দ্র কলর্কানি এবং রোহিত ভিমান্না।

নিজের ফ্লাট থেকে বেটিং চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় রবিন মরিসকে। আন্ধেরির ইয়ারি রোডের ফ্লাট থেকে গ্রেপ্তার করে ভারসোভা পুলিশ। মুম্বই এবং ওড়িশার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন রবিন।

ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজ করা হয়েছে রবিন মরিসের বিরুদ্ধে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস