শনিবারের কোভিড টিকার ড্রাই রানের জন্য প্রস্তুত মধ্যমগ্রাম

আগামীকাল ২ জানুয়ারি থেকেই দেশের সব রাজ্যের সঙ্গে এই রাজ্যেও শুরু হচ্ছে কোভিড টিকা প্রক্রিয়ার ড্রাই রান। শনিবারই তাই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, দত্তাবাদ, আমডাঙায় শুরু হবে করোনা ভ্যাকসিনের ড্রাই রান। করোনা টিকার এই ড্রাই রান হবে মধ্যমগ্রাম ও দত্তাবাদের উচ্চ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (UPHC) এবং আমডাঙার গ্রামীণ হাসপাতালে। প্রাথমিক ভাবে ২৫ জনের ওপর এই টিকা প্রয়োগ করা হবে। সকাল ৯টা থেকেই শুরু হয়ে যাবে ড্রাই রানের কাজ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে , এই ড্রাই রান করতে গিয়ে যদি কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাহলে তার যাবতীয় দায়িত্ব নেবে সরকার। এবং ট্রায়ালের থেকে ড্রাই রানে ডোজের ক্ষেত্রে পরিবর্তন করা হবে।

Previous article‘বিবাদ’ কাটিয়ে প্রথম দলীয় অনুষ্ঠানে মোদি সরকারকে তুলোধোনা করলেন জিতেন্দ্র
Next articleকোভিড বিধি মেনেই ভিড় শিলিগুড়ির ইসকন মন্দিরে