Wednesday, November 12, 2025

বছরের প্রথম দিনেই ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

Date:

সুখবর। বছরের প্রথম দিনেই করোনাযুদ্ধের বড় অস্ত্র পেতে চলেছেন এদেশের মানুষ। সূত্রের খবর, ভারতে কোভিড প্রতিষেধকের (covid vaccine) জরুরি ব্যবহারের প্রয়োজনে অক্সফোর্ড-অ্যাসট্রোজেনকার ভ্যাকসিন কোভিশিল্ডকে (covishield) ছাড়পত্র দিতে চলেছে ভারত (India)। সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোলার অর্গানাইজেশন এদেশে এখনই এই ভ্যাকসিন ব্যবহারে শর্তসাপেক্ষে ছাড় দিচ্ছে। ফলে দেশের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে সেরাম ইনস্টিটিউট (serum institute) উৎপাদিত কোভিশিল্ড টিকা নিয়েই করোনা নিধন যুদ্ধে নামতে পারবে ভারতবাসী। সূত্রের খবর, আগামীকাল থেকে ড্রাই রান হলেও খুব শিগগিরই প্রথম সারিতে থাকা করোনা যোদ্ধারা এই করোনা টিকা পাবেন। এই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হয়। একটি ডোজ দেওয়ার চার সপ্তাহ পরে আরেকবার় ডোজ দেওয়া হয়। শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে ন্যূনতম দুসপ্তাহ সময় লাগে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, প্রথম দফায় ভ্যাকসিন পাবেন এক কোটি স্বাস্থ্যকর্মী, দুই কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ২৭ কোটি প্রবীণ নাগরিক। ইতিমধ্যেই ৫০ কোটি কোভিড ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড ভ্যাকসিনের দেশীয় উৎপাদক সেরাম ইন্সটিটিউট। ভারতের বেসরকারি বাজারে এই ভ্যাকসিন ৭০০-৮০০ টাকায় মিলতে পারে।

প্রসঙ্গত, নববর্ষের দিনই করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠকে বসেছিল বিশেষজ্ঞ কমিটি। সূত্রের খবর, অক্সফোর্ড অ্যাসট্রোজেনকার ভ্যাকসিনটিকেই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে ব্রিটেন এবং আর্জেন্টিনার পরে ভারতই হবে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহাকারী তৃতীয় দেশ।

আরও পড়ুন- ‘৮ তারিখ শক্তি দেখাবো’, সৌমেন্দুর যোগদানের পর হুংকার শুভেন্দুর

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version