Sunday, November 9, 2025

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা, কালীঘাটে পুজো দিয়ে প্রার্থনা সুজাতার

Date:

নববর্ষের (New Year) সন্ধ্যায় কালীঘাট মন্দিরে (Kalighat Temple) সপরিবারে পুজো দিলেন সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mondal Khan)। বাবা-মা ও বোনকে সঙ্গে নিয়ে প্রার্থনা করলেন মায়ের কাছে। করোনা (Corona) মুক্ত সুস্থ সমাজ ও কৃষ্টি-সংস্কৃতির রাজনীতির প্রার্থনা করলেন তিনি।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাকীঘাট মন্দিরে পুজো দিতে আসেন সুজাতা। তাঁকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। তাঁকে দেখার জন্য স্থানীয় মানুষজন এবং পুজো দিতে আসা দর্শনার্থীরা ভিড় জমিয়ে ছিলেন।

পুজো দিয়ে বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা জানান, নতুন বছরে মায়ের কাছে তিনি করোনামুক্ত সমাজের প্রার্থনা করেছেন। একইসঙ্গে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banarjee) একুশের নির্বাচনে আরও একবার আশীর্বাদ করার প্রার্থনাও করেছেন তিনি। কারণ সুজাতর দাবি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা আগামী দিনে আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে। রাজ্যের মানুষ আরও সুখে থাকবে। এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নের ১৪ তলায় বসবেন। কোনও অশুভ শক্তি মমতার দল তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি করতে পারবে না। এবং সুজাতা ফের একবার তৃণমূলের বিরাট জয়ের অংশীদার হওয়ারও প্রার্থনা করেছেন কালীঘাটে মায়ের কাছে।

একই সঙ্গে তাঁর স্বামী তথা সাংসদ ও বিজেপি যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ-এর শুভবুদ্ধির প্রার্থনা করেছেন মায়ের কাছে। তাঁর সুস্থতাও কামনা করেছেন সুজাতা।

আরও পড়ুন- দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গরহাজির দুই মন্ত্রী, জল্পনা হাওড়ায়

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version