Saturday, November 8, 2025

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অসুস্থতার খবর শুনে দুপুরের টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধি উডল্যান্ডস হাসপাতলে বিসিসিআই প্রেসিডেন্টকে (Bcci) দেখতে যান মমতা। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হসপিটালের বেডে বসে আমাকে জিজ্ঞাসা করছে ‘আপনার শরীর ঠিক আছে তো?””

মুখ্যমন্ত্রী জানান, “সৌরভের মতো স্পোর্টসম্যান কীভাবে অসুস্থ হল ভাবতেই পারছি না”। তিনি অভিষেক ডালমিয়াকে (Abhishek Dalmia) নির্দেশ দেন খেলোয়াড়দের নিয়মিত চেকআপ করাতে। মুখ্যমন্ত্রী বলেন, ভালো আছেন সৌরভ। উডল্যান্ডসের চিকিৎসকরা সময়মতো ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁদের ধন্যবাদ জানান মমতা।

এর আগে টুইটে (Twitte) মমতা লেখেন, “সৌরভ গাঙ্গুলির মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার খবর শুনে আমি দুঃখিত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
আমার শুভ কামনা এবং প্রার্থনা তাঁর এবং তার পরিবারের সঙ্গে রয়েছে”।

শনিবার সকালে উঠে জিম করতে যান সৌরভ। সেখানেই অজ্ঞান হয়ে যান। তাঁকে উডল‍্যান্ডস (Woodlands) হাসপাতালে ভর্তি করা হয়। মৃদু হার্ট অ‍্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত স্থিতিশীল বিসিসিআই প্রেসিডেন্ট। তবে তাঁর
হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে। বাইপাস করা হবে কি না সে বিষয়ে
অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাঁকে আইসিইউ বেডে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন অমিত শাহর, সৌরভের চিকিৎসায় সাহায্যের আশ্বাস

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version