Saturday, November 8, 2025

‘ওদের দুর্নীতির সব তথ্য আছে,ভোট প্রচারে প্রকাশ করবো’, মহিষাদলে হুঙ্কার শুভেন্দুর

Date:

“আমার কাছে ওদের দুর্নীতির সব তথ্য আছে, ভোটের প্রচারে সব এক এক করে প্রকাশ করবো”৷

শনিবার মহিষাদল বিধানসভা এলাকার দ্বারিবেরিয়াতে বিজেপির এক জনসভা ও যোগদান মেলার তৃণমূলের উদ্দেশ্যে এই হুমকিই দিয়েছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikary)৷ তিনি বলেছেন, “একদিন ঘুরে ঘুরে আমার পুরোনো দলকে এই হলদিয়াতে প্রতিষ্ঠিত করেছি৷ আর এবার বিজেপিতে যোগ দিয়ে ওই দলটিকে হলদি নদীতে ফেলবো”৷ শুভেন্দু এদিন বলেন, “হলদিয়ার দুটো আসন আছে৷ আমি হলদিয়ার ভোটার৷ এখানে ভোট আমি করিয়ে নেবো৷ আমার উপর ভরসা রাখুন৷” এদিনের সভামঞ্চে শুভেন্দুর পাশেই ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ( Babul Supriyo), সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক তাপসী মণ্ডল, অশোক দিন্দা৷

এদিন ফের তৃণমূলে ভাঙন ঘটেছে৷ এই যোগদান মেলায় জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়ের প্রধান, ব্লক সভাপতি সহ এদিন প্রায় ১৫০ জন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ শুভেন্দু এবং বাবুলের হাত ধরেই তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখালেন৷ এদিনের সভামঞ্চে ফের শুভেন্দু অধিকারী দাবি করেছেন, “বিধানসভা ভোটে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম মিলিয়ে মোট ৩৫ আসনের ৩৫টিতেই বিজেপি বিপুল ব্যবধানে জয়ী হবে৷”

বাংলার রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের শুভেন্দু- অনুগামীরা একে একে
হাতে তুলে নিচ্ছেন পদ্মফুল৷ ওই জেলায় যেভাবে বিজেপিতে যোগদানের হিড়িকে লেগেছে, তাতে কপালের ভাঁজ চওড়া হচ্ছে ঘাসফুল শিবিরের।
প্রসঙ্গত, শুক্রবারই অধিকারী পরিবারে দ্বিতীয় পদ্মফুলটি ফুটেছে। কাঁথির সভায় দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ভাই সৌমেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই দলবদল করে বিজেপিতে যোগ দেন কাঁথি পুরসভার ১৫ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর৷ ঠিক তার পরদিন, শনিবারও ফের নতুন ফাটল দেখা গেলো তৃণমূল শিবিরে৷

আরও পড়ুন:সৌরভের সুস্থতার জন‍্য প্রার্থনা বিরাট, বীরু, ঋদ্ধিমানদের

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version