Sunday, May 11, 2025

হাসপাতাল থেকে আগামী বুধবার ছাড়া হতে পারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে । ব্লক হয়ে থাকা বাকি দু’টি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে ‌। তবে, কবে হবে এই বিষয়ে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । অন্যদিকে, আগামীকাল হাসপাতালে আসতে পারেন চিকিৎসক দেবী শেঠি ।
রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর ব্লক হয়ে থাকা বাকি দুটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হবে । কবে এই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে সোমবার সকালে বৈঠকে বসেন 9 সদস্যের মেডিকেল বোর্ড । ভিডিও কনফারেন্সে ছিলেন চিকিৎসক দেবী শেঠি । সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে অর্থাৎ তাঁর শারীরিক অবস্থা নিয়ে ওই বৈঠকে পর্যালোচনা করা হয় ।
হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন , “এই মুহূর্তে সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না । কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে । তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । ”
তবে হাসপাতাল থেকে মঙ্গলবার ছাড়া পাচ্ছেন না সৌরভ । কারণ, ওইদিন দেবী শেঠি আসবেন । তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে । সেক্ষেত্রে বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে । সৌরভের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন , “এখন ভালো আছেন সৌরভ । বুকে আর ব্যথা নেই । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।”

Related articles

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল! ধর্মতলায় ভূগর্ভস্থ পার্কিং প্লাজা-টানেল

মহানগরীর পরিবহন ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে রাজ্য সরকার। মেট্রো (Metro) সম্প্রসারণের ফলে ধর্মতলা দ্রুতই হয়ে উঠবে কলকাতার...

পরিস্থিতি যুদ্ধের থেকে কম নয়: প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়ে বার্তা তিন সেনাপ্রধানের

দেশের সেনার কাজ শান্তি বজায় রাখা। সেই প্রক্রিয়ায় কেউ অশান্তির চেষ্টা করলে ভারতীয় সেনা কীভাবে জবাব দেবে স্পষ্ট...

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...
Exit mobile version