বাবা স্যালুট করলেন মেয়েকে, কেন জানেন?

মেয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। বাবা সাধারণ পুলিশ কর্মী । প্রথম দিন কাজের মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে। কারণ, পদমর্যাদায় মেয়ে তাঁর থেকে অনেকটাই এগিয়ে।বাবা শ্যাম সুন্দর অন্ধ্রপ্রদেশের সার্কেলের ইনস্পেক্টর। সেখানেই DSP পদে যোগ দিয়েছেন মেয়ে জেসি প্রসান্তি। আর এই জন্য রীতিমতো গর্বিত বাবা।প্রথমবারের জন্য মুখোমুখি হন তাঁরা। আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করলেন বাবা।
গর্বিত বাবার অকপট স্বীকারোক্তি, এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা। এই সম্মান ওর প্রাপ্য ।