বুধবার ঘোষনা করা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য, ভারতীয় দলের প্রথম একাদশ। দলে এলেন রোহিত শর্মা, নভদীপ সাইনি। দল থেকে বাঁদ পরেন মায়াঙ্ক আগরওয়াল।তাঁর জায়গায় দলে এলেন রোহিত। রোহিত শর্মাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। উমেশ যাদবের জায়গায় দলে এলেন নভদীপ সাইনি। বৃহস্পতিবার টেস্টে অভিষেক হতে চলেছে তাঁর।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। সেই টেস্ট ম্যাচর জন্য এদিন দল ঘোষনা করল টিম ইন্ডিয়া। রোহিত শর্মাকে কার জায়গায় আনা হয়, সেই প্রশ্নটাই ঘোরা ফেরা করছিল ক্রিকেট মহলে। অবশেষে রান না পাওয়া মায়াঙ্ক আগরওয়ালকে সরিয়ে রোহিতকে আনা হয় দলকে। ওপর দিকে চোট পেয়ে দল থেকে বাঁদ যাওয়া উমেশ যাদবের জায়গায় দলে নেওয়া হল নবদীপ সাইনিকে। শোনা যাচ্ছিল উমেশের জায়গায় টি নটরাজকে নেওয়া হতে পারে। কিন্তু শেষমেশ দলে জায়গা করে নেন নভদীপ।

প্রথম টেস্টের হারের পর, দ্বিতীয় টেস্টে অজিঙ্কে রাহানের নেতৃত্বে দুরন্ত ক্যামব্যাক করে ভারতীয় দল। এখন দেখার তৃতীয় টেস্টে সেই ধারাই ধরে রাখতে পারে কি না টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:তৃতীয় টেস্টের প্রস্তুতিতে রোহিত

