Saturday, May 3, 2025

সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে লক্ষ্মীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জোর জল্পনা

Date:

আচমকা মন্ত্রিত্ব থেকে ইস্তফা। তিনি নাকি ফের খেলায় ফিরতে চান, লক্ষ্মীরতন শুক্লাকে (Laxmi Ratan Shukla) নিয়ে এমনই আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় খোদ লক্ষ্মীরতন শুক্লার একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) এটাই লক্ষ্মীর প্রথম পোস্ট। এবং যা যথেষ্ট ইঙ্গিতবাহী।

আজ, বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লক্ষ্মী তাঁর এক ভক্তের আঁকা একটি ছবি শেয়ার করেন। যেখানে ছবিতে লক্ষ্মীর কাঁধে হাত দিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। সেই ছবির ক্যাপশনে লক্ষ্মী লিখেছেন, “একজন সত্যিকারের নেতা বা অধিনায়ক শুধু নিজে খেলেন না, তাঁর টিমের সতীর্থদেরও খেলার সুযোগ করে দেন, খেলতে এগিয়ে দেন।” সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ক্যাপশনের মধ্যেই অন্য ইঙ্গিতপূর্ণ লুকিয়ে রয়েছে। এবং তা রাজনৈতিক।

আরও পড়ুন:বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বেই উত্তরবঙ্গে শুভেন্দুকে ব্যাকফুটে ফেললেন অভিষেক

উল্লেখ্য, সকলকে অবাক করে দিয়ে গত মঙ্গলবার একযোগে মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দলের মধ্যে থেকে লক্ষ্মী নাকি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তাঁকে কাজ করতেই দেওয়া হচ্ছিল না। অন্যদিকে, সৌরভের বিজেপি যোগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে লক্ষ্মীরতন শুক্লার এমন পোস্ট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version