Thursday, August 21, 2025

সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে লক্ষ্মীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জোর জল্পনা

Date:

আচমকা মন্ত্রিত্ব থেকে ইস্তফা। তিনি নাকি ফের খেলায় ফিরতে চান, লক্ষ্মীরতন শুক্লাকে (Laxmi Ratan Shukla) নিয়ে এমনই আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় খোদ লক্ষ্মীরতন শুক্লার একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) এটাই লক্ষ্মীর প্রথম পোস্ট। এবং যা যথেষ্ট ইঙ্গিতবাহী।

আজ, বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লক্ষ্মী তাঁর এক ভক্তের আঁকা একটি ছবি শেয়ার করেন। যেখানে ছবিতে লক্ষ্মীর কাঁধে হাত দিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। সেই ছবির ক্যাপশনে লক্ষ্মী লিখেছেন, “একজন সত্যিকারের নেতা বা অধিনায়ক শুধু নিজে খেলেন না, তাঁর টিমের সতীর্থদেরও খেলার সুযোগ করে দেন, খেলতে এগিয়ে দেন।” সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ক্যাপশনের মধ্যেই অন্য ইঙ্গিতপূর্ণ লুকিয়ে রয়েছে। এবং তা রাজনৈতিক।

আরও পড়ুন:বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বেই উত্তরবঙ্গে শুভেন্দুকে ব্যাকফুটে ফেললেন অভিষেক

উল্লেখ্য, সকলকে অবাক করে দিয়ে গত মঙ্গলবার একযোগে মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দলের মধ্যে থেকে লক্ষ্মী নাকি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তাঁকে কাজ করতেই দেওয়া হচ্ছিল না। অন্যদিকে, সৌরভের বিজেপি যোগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে লক্ষ্মীরতন শুক্লার এমন পোস্ট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version