Sunday, August 24, 2025

সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে লক্ষ্মীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জোর জল্পনা

Date:

আচমকা মন্ত্রিত্ব থেকে ইস্তফা। তিনি নাকি ফের খেলায় ফিরতে চান, লক্ষ্মীরতন শুক্লাকে (Laxmi Ratan Shukla) নিয়ে এমনই আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়ায় খোদ লক্ষ্মীরতন শুক্লার একটি পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইস্তফার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) এটাই লক্ষ্মীর প্রথম পোস্ট। এবং যা যথেষ্ট ইঙ্গিতবাহী।

আজ, বৃহস্পতিবার ফেসবুক পোস্টে লক্ষ্মী তাঁর এক ভক্তের আঁকা একটি ছবি শেয়ার করেন। যেখানে ছবিতে লক্ষ্মীর কাঁধে হাত দিয়ে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। সেই ছবির ক্যাপশনে লক্ষ্মী লিখেছেন, “একজন সত্যিকারের নেতা বা অধিনায়ক শুধু নিজে খেলেন না, তাঁর টিমের সতীর্থদেরও খেলার সুযোগ করে দেন, খেলতে এগিয়ে দেন।” সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ক্যাপশনের মধ্যেই অন্য ইঙ্গিতপূর্ণ লুকিয়ে রয়েছে। এবং তা রাজনৈতিক।

আরও পড়ুন:বিধানসভা ভোটের প্রস্তুতি পর্বেই উত্তরবঙ্গে শুভেন্দুকে ব্যাকফুটে ফেললেন অভিষেক

উল্লেখ্য, সকলকে অবাক করে দিয়ে গত মঙ্গলবার একযোগে মন্ত্রিত্ব ও জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, দলের মধ্যে থেকে লক্ষ্মী নাকি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তাঁকে কাজ করতেই দেওয়া হচ্ছিল না। অন্যদিকে, সৌরভের বিজেপি যোগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সবকিছু মিলিয়ে লক্ষ্মীরতন শুক্লার এমন পোস্ট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related articles

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...
Exit mobile version