শিলিগুড়ি জেলা হাসপাতালে ভ্যাকসিনের মহড়া

শিলিগুড়ি (Siliguri) জেলা হাসপাতালে শুরু হল ভ্যাকসিনের (Vaccine) ড্রাই রান। আজ ২৫ জন নার্সিং স্টাফদের ডেমোস্টেশন দেওয়া হয়। শুক্রবার শিলিগুড়ি হাসপাতাল, নকশালবাড়ি (Nakshalbari) হাসপাতাল এবং দার্জিলিং (Darjeeling) সদর হাসপাতালে করোনা ভ্যাকসিনের ড্রাই রান হল।

হাসপাতাল সূত্রে খবর, প্রথম দফায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ২৫ জনকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক -৩ সংযুক্তা লিউ (Sanjukta Lew) জানান, কাউকেই এই মুহূর্তে কোনও প্রতিষেধক দেওয়া হবে না। প্রথম দফায় প্রতিষেধক এলে, নিয়ম মেনে কীভাবে তা প্রয়োগ করা হবে, তারই মহড়া হল এদিন।

আরও পড়ুন-পোলবায় ২৫ জনের টিকার ট্রায়াল